শ্রীলঙ্কাকে অনায়াসে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারতীয় ক্রিকেট দল।
প্রতিযোগিতার প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হারার পর টানা তিন ম্যাচ জিতলেন মহম্মদ আমানরা। ফাইনালে এবার তাদের সামনে বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু শুরুতেই চেতন শর্মার দুই উইকেটের সুবাদে ৮ রানের মধ্যেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। একমাত্র লড়াই চালিয়ে যান লাকভিন আবেসিংহে। তাঁর সংগ্রহে ৬৯ রান। এছাড়া শারুজান শানমুগানাথান ৭৮ বলে ৪২ রান করেন।
ওদিকে বাংলার পেসার যুধাজিৎ গুহ ১৯ রান দিয়ে ১টি উইকেট নেন। চেতন শর্মা ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন। আয়ুষ মাত্রের সংগ্রহেও ২টি উইকেট। শেষপর্যন্ত, ৪৬.২ ওভারে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৭৩ রানে।
জবাবে ব্যাট করতে নেমে খুব সহজেই জয় তুলে নেয় ভারত। আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশীর ওপেনিং জুটিতেই প্রয়োজনীয় রানের অর্ধেক উঠে যায়। ২৮ বলে ৩৪ রান করে আউট হন আয়ুষ। আন্দ্রে সিদ্ধান্ত ২৭ বলে করে ২২ রান করেন। কিন্তু এই ম্যাচে দুরন্ত ব্যাটিং করেন বৈভব। ১৩ বছর বয়সী এই ক্রিকেটারকে আইপিএল নিলামে ১.১০ কোটি টাকায় কিনে নেয় রাজস্থান রয়্যালস। আবারও তাই নিজের জাত চেনালেন বৈভব।
তাই ৫টি ছক্কার সঙ্গে ৬টি চারও মারেন সে। শেষপর্যন্ত, ৩৬ বলে ৬৭ রান করেন তিনি। বাকি কাজটি করে দেন অধিনায়ক মহম্মদ আমান এবং কার্তিকেয় কেপি। মাত্র ২১.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। তখনও হাতে ছিল ৭টি উইকেট। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে চলে গেল বাংলাদেশও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।