- Home
- Sports
- Cricket
- আইসিসি টুর্নামেন্টের খরা কাটাল ভারত, বিসিসিআই প্রধান জয় শাহ, ২০২৪ সালে ক্রিকেট দুনিয়ায় আর কী হল?
আইসিসি টুর্নামেন্টের খরা কাটাল ভারত, বিসিসিআই প্রধান জয় শাহ, ২০২৪ সালে ক্রিকেট দুনিয়ায় আর কী হল?
- FB
- TW
- Linkdin
২০০৭ সালের পর থেকেই টি-২০ বিশ্বকাপ অধরা ছিল, ওয়েস্ট ইন্ডিজে খরা কাটাল ভারতীয় দল
২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে আইসিসি টুর্নামেন্ট জিততে পারছিল না ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।
বছরের শেষদিকে আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বিসিসিআই সচিব জয় শাহ
আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন তাঁর প্রথম বড় দায়িত্ব। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে যুক্ত হচ্ছে ক্রিকেট। তারও প্রস্তুতি শুরু করে দিচ্ছেন জয় শাহরা।
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ভারতীয় দল
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-৩ হেরে গেল ভারতীয় দল। ২৪ বছর পর দেশের মাটিতে ২ বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে সব ম্যাচেই হেরে গেল ভারতীয় দল।
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজার
টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই এই ফর্ম্যাট থেকে সরে গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা। তাঁরা আর ভারতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলছেন না।
আইপিএল ২০২৫ নিলামে ইতিহাস গড়লেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ
আইপিএল ২০২৫-এর জন্য ঋষভ পন্থকে রিটেইন করেনি দিল্লি ক্যাপিটালস। নিলামে ঋষভকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে এক দশক পর তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স
২০২৪ সালের আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালের পর ফের আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর।
আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর রাহুল দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর মেন্টর হিসেবে দলে যোগ দেওয়ার পরেই ফের আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে গেলেন রাহুল দ্রাবিড়। তাঁর পরিবর্তে ভারতীয় দলের প্রধান কোচ হয়েছেন গম্ভীর।
২০২৪ সালে দ্বিতীয়বার বাবা হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, তাঁদের পুত্রসন্তানের জন্ম হল
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিরাট কোহলির দ্বিতীয় সন্তান অকায় কোহলির জন্ম হল। নভেম্বরে রোহিত শর্মার দ্বিতীয় সন্তান আহান শর্মার জন্ম হল।
টানা তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে রোহিত শর্মারা
বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারতীয় দল। ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
জসপ্রীত বুমরার নেতৃত্বে পারথ টেস্ট জিতে অস্ট্রেলিয়া সফর শুরু ভারতীয় দলের
পারথ টেস্ট ম্যাচে খেলেননি রোহিত শর্মা। ফলে ভারতীয় দলের নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ২৯৫ রানে জয় পেল ভারতীয় দল।