হ্যারি ব্রুকের দুর্দান্ত শতরানের সুবাদে ইংল্যান্ডের স্কোর ২৮০, ধস নামল নিউজিল্যান্ডের ব্যাটিং-এ

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৩-৪ স্কোর হয়ে গেলেও নেমে গেলেও পঞ্চম উইকেটে হ্যারি ব্রুক এবং অলি পোপের জুটি ইংল্যান্ডকে টেনে তোলে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়  টেস্টে সেঞ্চুরি পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ১১৫ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। অলি পোপের ৬৬ রানের সুবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮০ রানে অলআউট হয়। জবাবে নিউজিল্যান্ডের ব্যাটিং-এ কার্যত ধস নেমেছে।

প্রথম দিনের খেলা শেষে পাঁচ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে নিউজিল্যান্ড। আপাতত ৭ রানে অপরাজিত রয়েছেন টম ব্লান্ডেল। এছাড়া টম ল্যাথাম গিরে গেছেন ১৭ রানে, ডেভন কনওয়ে ১১ রানে এবং কেন উইলিয়ামসন ৩৭ রানে। অন্যদিকে, রাচিন রবীন্দ্রর সংগ্রহে ৩ রান এবং ড্যারিল মিচেল করেছেন ৬ রান। নিঃসন্দেহে অনেকগুলি গুরুত্বপূর্ণ উইকেটের পতন হয়েছে। ওদিকে ইংল্যান্ডের হয়ে ব্রেইডন কার্স দুটি উইকেট নিয়েছেন।

Latest Videos

যদিও টসে হেরে আগে ব্যাট করতে নেমে জ্যাক ক্রলি মাত্র ১৭ রান ফিরে গেছেন। এছাড়া বেন ডাকেট শূন্য রানে ফিরে গেছেন। অপরদিকে জ্যাকব বেথেলের সংগ্রহে ১৬ রান এবং জো রুট করেছেন মাত্র ৩ রান। একটা সময় তো ৪ উইকেট হারিয়ে ৪৩ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। কিন্তু পঞ্চম উইকেটে হাল ধরেন হ্যারি ব্রুক এবং অলি পোপ। তাদের ১৭৬ রানের জুটি দলকে অনেকটাই তুলে ধরেন। প্রসঙ্গত, ৯১ বলে নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করেন ব্রুক। যে ইনিংসে রয়েছে ১১টি চার এবং ৫টি ছক্কা। ১১৫ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। অবশ্য শেষপর্যন্ত, রান আউট হয়ে যান তিনি।

ওদিকে নিউজিল্যান্ডের হয়ে নাথান স্মিথ চারটি, উইলিয়ামসন তিনটি এবং ম্যাট হেনরি দুটি উইকেট নিয়েছেন। অপরদিকে প্রথম টেস্টটি জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সইফের উপর বাংলাদেশীর আক্রমনে মমতাকেই দুষলেন শুভেন্দু, দেখুন কী বলছেন তিনি
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Hooghly-তে, দেখুন
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News