ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ অতীতেও অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবারও তিনি দুর্দান্ত বোলিং করছেন। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন এই পেসার।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে কি দ্রুততম বল করেছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ? ক্রিকেটের ইতিহাসে সরকারিভাবে দ্রুততম বল পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের। তাঁর দ্রুততম বলের গতি ছিল ১৬১.৩ কিলোমিটার। কিন্তু স্পিড-গান যদি ভুল না করে, তাহলে শোয়েবের চেয়ে ২০ কিলোমিটার বেশি গতিতে বল করেছেন সিরাজ। অ্যাডিলেড টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৪-তম ওভারের শেষ বলের গতি দেখা যায় প্রতি ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটার। স্পিড-গানে এই গতি দেখা গেলেও, সত্যিই সিরাজ এত জোরে বল করেছেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়। পরে জানা গিয়েছে, স্পিড-গান ভুল দেখিয়েছে। সিরাজ এত জোরে বল করেননি। এরপর সোশ্যাল মিডিয়ায় সিরাজকে নিয়ে নানা মিম দেখা যাচ্ছে।
মেজাজ হারাচ্ছেন সিরাজ
অ্যাডিলেড টেস্ট ম্যাচের প্রথম দিন থেকেই মেজাজ হারাচ্ছেন সিরাজ। যে বল নিয়ে এত আলোচনা, সেই বলের ঠিক আগে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সাইট স্ক্রিনের সামনে দিয়ে এক দর্শক বিয়ারের বিশাল পাত্র নিয়ে যাচ্ছিলেন। সাপের আকৃতির সেই বিয়ারের পাত্রের দিকে অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেনের চোখ চলে যায়। তিনি সিরাজের বল না খেলে সরে যান। সাইট স্কিনের দিকে দৃষ্টি আকর্ষণ করেন লাবুশেন। কিন্তু মেজাজ হারিয়ে উইকেটের দিকে বল ছুড়ে দেন সিরাজ। তাঁর সঙ্গে লাবুশেনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। দ্বিতীয় দিনেও মেজাজ হারান সিরাজ। তিনি ট্রেভিস হেডকে আউট করার পর অঙ্গভঙ্গি করেন। এই আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
প্রথম ইনিংসে ৪ উইকেট সিরাজের
অ্যাডিলেড টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৯৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল যদি ভালো জায়গায় থাকে, তাহলে ম্যাচ জেতার জন্য ফের ভালো বোলিং করতে হবে সিরাজকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা, অ্যাডিলেড টেস্টে হারের আশঙ্কায় ভারত
আইসিসি টুর্নামেন্টের খরা কাটাল ভারত, বিসিসিআই প্রধান জয় শাহ, ২০২৪ সালে ক্রিকেট দুনিয়ায় আর কী হল?
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে শতরান! টি-২০ ফর্ম্যাটে রেকর্ড স্পর্শ অভিষেক শর্মার