ব্রিসবেনের নেটে লেগ-স্পিন বোলিং! চোট সারিয়ে অনুশীলনে ফিরেই চমক জসপ্রীত বুমরার, ভাইরাল ভিডিও

Published : Dec 12, 2024, 06:11 PM ISTUpdated : Dec 12, 2024, 06:32 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

শনিবার ব্রিসেবেনের দ্য গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। তার আগে ফিটনেস নিয়ে উদ্বেগ দূর করলেন জসপ্রীত বুমরা।

অ্যাডিলেড টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বোলিং করার সময় চোট পেয়েছিলেন ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা। তাঁর চোট নিয়ে ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের আগে দলের সঙ্গে ব্রিসবেনে পৌঁছে নেটে ভালোভাবেই অনুশীলন করলেন বুমরা। তবে বৃহস্পতিবার তাঁর অনুশীলনে চমক ছিল। এদিন নেটে প্রথমে লেগ-স্পিন বোলিং করেন এই পেসার। সেই সময় বোলিং অনুশীলন করছিলেন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর পাশাপাশি স্পিন বোলিং করেন বুমরা। এরপর তিনি পেস বোলিং শুরু করেন। বুমরাকে পুরোদমে অনুশীলন করতে দেখে স্বস্তিতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর, বোলিং কোচ মর্নি মর্কেল।

বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট বুমরার

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বুমরা। পারথ ও অ্যাডিলেড টেস্ট ম্যাচ মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন এই পেসার। এই সিরিজে তাঁর বোলিংয়ের গড় ১১.২৫। ভারতীয় দলের সাফল্যের জন্য বুমরার ভালো পারফরম্যান্স অত্যন্ত জরুরি। ব্রিসবেন টেস্ট ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে বুমরা। এই পেসার ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে ৫৩ উইকেট নিয়ে সবার আগে। এই পারফরম্যান্স বজায় রাখাই তাঁর লক্ষ্য।

 

 

বুমরার ফিটনেস নিয়ে সমস্যা নেই

অ্যাডিলেড টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনই ভারতীয় দলের বোলিং কোচ মর্কেল জানিয়েছিলেন, গুরুতর চোট পাননি বুমরা। তাঁর সেই কথা প্রমাণ করে বৃহস্পতিবার নেটে যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুলকে বোলিং করেন বুমরা। বুধবার ভারতীয় দল অ্যাডিলেডের হোটেল ছেড়ে বিমানবন্দরে রওনা হওয়ার সময় দেরি করায় টিম বাসে উঠতে পারেননি যশস্বী। পরে তিনি অন্য বাড়িতে বিমানবন্দরে পৌঁছে উড়ান ধরেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অ্যাডিলেডে ব্যর্থতা, আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ধাক্কা খেলেন বিরাট-রোহিত

অ্যাডিলেডে জসপ্রীত বুমরার চোট গুরুতর? কী জানালেন ভারতীয় দলের বোলিং কোচ?

'সব ফর্ম্যাটেই বিশ্বের সেরা বোলার,' জসপ্রীত বুমরাকে বিরাট শংসাপত্র পাকিস্তানের কিংবদন্তির

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!
আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?