সংক্ষিপ্ত

আগামী শুক্রবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। তার আগে একাধিক ক্রিকেটারের চোট নিয়ে অস্বস্তিতে ভারতীয় দল। তবে ভালোভাবেই প্রস্তুতি চালাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।

পারথে নিজেদের মধ্যে ম্যাচ পরিস্থিতিতে অনুশীলনের সময় ব্যাটিং করতে গিয়ে কনুইয়ে চোট পেয়েছিলেন। তবে এখন সেই চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন কে এল রাহুল। রবিবার ভারতীয় দলের ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার জানিয়েছেন, বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগেই ফিট হয়ে গিয়েছেন রাহুল। যোগেশ জানিয়েছেন, ‘আমি রাহুলকে এক্স-রে ও স্ক্যান করানোর জন্য নিয়ে গিয়েছিলাম। সেই পরীক্ষাগুলির যে রিপোর্ট পেয়েছিলাম, তার ভিত্তিতে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম যে ওর চোট সেরে যাবে। শুধু যন্ত্রণা নিয়ন্ত্রণে রাখা এবং ওকে আত্মবিশ্বাসী করে তোলা প্রয়োজন ছিল। সেটা করা সম্ভব হয়েছে। চিকিৎসকের দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে পারি, ও এখন একদম সুস্থ আছে।’

রাহুলকে ফিট ঘোষণা বিসিসিআই-এর

বিসিসিআই-এর পক্ষ থেকেও এক বিবৃতি জারি করে রাহুলকে ফিট ঘোষণা করা হয়েছে। বিসিসিআই-এর বিবৃতিতে জানানো হয়েছে, 'ম্যাচ পরিস্থিতিতে অনুশীলনের প্রথম দিন কনুইয়ে বল লাগার পর সুস্থ হয়ে উঠেছেন কে এল রাহুল। তিনি খেলার জন্য তৈরি।' শুক্রবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বাঁ হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙে যাওয়ায় পারথ টেস্ট ম্যাচে খেলতে পারবেন না শুবমান গিল। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এখনও দলে যোগ দেননি। তাঁরও পারথ টেস্ট ম্যাচে খেলার সম্ভাবনা কার্যত নেই। এই পরিস্থিতিতে রাহুল চোটমুক্ত হওয়ায় কিছুটা স্বস্তিতে ভারতীয় শিবির।

 

 

পারথে ব্যাটিং ওপেন করবেন রাহুল?

রোহিত ও শুবমান পারথ টেস্টে খেলতে না পারলে যশস্বী জয়সোয়ালের সঙ্গে ব্যাটিং ওপেন করতে পারেন রাহুল। তবে বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণকে যদি পারথে খেলার সুযোগ দেওয়া হয়, তাহলে ৩ নম্বরে ব্যাটিং করতে পারেন রাহুল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সোশ্যাল মিডিয়া পোস্টে কোন প্রাক্তন আম্পায়ারকে ব্যঙ্গ সচিনের? জল্পনা তুঙ্গে

ওয়ান্ডারার্সে বিশাল ওভার-বাউন্ডারি সঞ্জু স্যামসনের, আঘাত পেলেন তরুণী

শুবমান গিলের বাঁ হাতের বুড়ো আঙুল ভাঙল, পারথে খেলার সম্ভাবনা কার্যত নেই