ভারতের জন্য হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি? জরুরি বৈঠকে আইসিসি

পাকিস্তান ক্রিকেট বোর্ড যতই আস্ফালন করুক না কেন, ভারতীয় দলকে বাদ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন করা সম্ভব নয়। এই টুর্নামেন্ট আয়োজন করতে হলে ভারতীয় দলের জন্য আলাদা ব্যবস্থা করতেই হবে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে অনিশ্চয়তা দূর করতে এবার জরুরি বৈঠক হতে চলেছে। মঙ্গলবার জরুরি বৈঠকের ডাক দিয়েছে আইসিসি। এই বৈঠকে বিসিসিআই, পিসিবি-সহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দিতে চলা সব দেশের ক্রিকেট বোর্ডের কর্তারা থাকবেন। এই বৈঠকেই আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ নিয়ে জটিলতা দূর করার চেষ্টা চালানো হবে। বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানে দল পাঠানো হবে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেওয়া হয়নি। পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বিসিসিআই। মঙ্গলবারের বৈঠকে সব বিষয়েই আলোচনা হতে চলেছে।

হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

Latest Videos

সবকিছু ঠিকঠাক থাকলে হাইব্রিড মডেলেই হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ২০২৩ সালের এশিয়া কাপ এভাবেই হয়েছিল। কিছু ম্যাচ হয়েছিল পাকিস্তানে এবং বাকি ম্যাচগুলি হয়েছিল শ্রীলঙ্কায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও একইভাবে হতে পারে। কিছু ম্যাচ পাকিস্তানে এবং কিছু ম্যাচ নিরপেক্ষ দেশে আয়োজন করা হতে পারে। পিসিবি অবশ্য দাবি করে আসছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হবে না। কিন্তু বিসিসিআই-ও পাকিস্তানে দল না পাঠানোর ব্যাপারে অনড়। এই পরিস্থিতিতে দু'পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করছে আইসিসি।

বিসিসিআই-এর চাপে নতিস্বীকার আইসিসি-র

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশিত না হলেও, ট্রফি ট্যুর শুরু হয়ে গিয়েছে। প্রথমে পাকিস্তানের শহরগুলির মধ্যে ইসলামাবাদ, তক্ষশীলা, খানপুরের পাশাপাশি পাক-অধিকৃত কাশ্মীরেও চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনের পরিকল্পনা করেছিল পিসিবি। কিন্তু বিসিসিআই-এর আপত্তিতে আইসিসি জানিয়ে দেয়, পাক-অধিকৃত কাশ্মীরে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর হবে না। পাকিস্তানের পর বিভিন্ন দেশ ঘুরে ২০২৫ সালের ১৫ জানুয়ারি ভারতে আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২৬ জানুয়ারি পর্যন্ত ভারতের বিভিন্ন শহরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থাকবে। তারপর ২৭ জানুয়ারি পাকিস্তানে ফিরে যাবে ট্রফি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত, বিসিসিআই-এর বিরুদ্ধে ঘুষের অভিযোগ পিসিবি-র

পিসিবি-র প্রস্তাব খারিজ আইসিসি-র, পাক-অধিকৃত কাশ্মীরে হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন

পাকিস্তানেই কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? অবিলম্বে সূচি প্রকাশের দাবি সম্প্রচারকারীদের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul