২২ নভেম্বর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে দলে যোগ দিচ্ছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সদ্য তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। এই সময় স্ত্রী রিতিকা সাজদের সঙ্গে মুম্বইয়ে আছেন রোহিত। এই কারণে তিনি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারছেন না। স্ত্রী-সন্তানের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে দলে যোগ দেবেন রোহিত। তাঁর অনুপস্থিতিতে পারথে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা। বাঁ হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙে যাওয়ায় পারথে খেলতে পারবেন না শুবমান গিল। রোহিত ও শুবমান দলে না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে ব্যাটিং ওপেন করবেন যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুল।
চোট সারিয়ে ফিট রাহুল
শুক্রবার পারথের ওয়াকা স্টেডিয়ামে ম্যাচ পরিস্থিতিতে অনুশীলনের সময় পেসার প্রসিদ্ধ কৃষ্ণর বলে কনুইয়ে আঘাত পান রাহুল। তবে তিনি এখন ফিট হয়ে গিয়েছেন। রবিবার দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন এই ব্যাটার। তাঁর কোনও সমস্যা হয়নি। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অনুশীলন করেন রাহুল। বিসিসিআই-এর পক্ষ থেকে প্রকাশ করা এক ভিডিওতে এই ব্যাটার বলেছেন, ‘আমাদের নিজেদের মধ্যে ম্যাচ পরিস্থিতিতে অনুশীলনের প্রথম দিন আমি কনুইয়ে আঘাত পাই। আজ আমার ভালো লাগছে। প্রথম টেস্ট ম্যাচের জন্য তৈরি হচ্ছি। আমি বেশ কিছুদিন আগেই এখানে পৌঁছে গিয়েছি। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি। আমি এই সিরিজের জন্য তৈরি হওয়ার অনেক সময় পেয়েছি। আমি এই সিরিজ শুরু হওয়ার দিকে তাকিয়ে আছি।’
২২ নভেম্বর শুরু টেস্ট সিরিজ
আগামী শুক্রবার শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারতীয় দল ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে। রোহিত ও শুবমান ছাড়া দলের বাকিরা সবাই খেলার জন্য তৈরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
চোট সারিয়ে ফিট তারকা ব্যাটার, পারথ টেস্টের আগে কিছুটা স্বস্তিতে ভারতীয় দল
সোশ্যাল মিডিয়া পোস্টে কোন প্রাক্তন আম্পায়ারকে ব্যঙ্গ সচিনের? জল্পনা তুঙ্গে
বর্ডার-গাভাসকর ট্রফির আগেই সুখবর, পুত্রসন্তানের বাবা হলেন রোহিত শর্মা