সংক্ষিপ্ত
দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে অনেক আম্পায়ারকেই দেখেছেন সচিন তেন্ডুলকর। বেশিরভাগ আম্পায়ারের প্রতিই তিনি শ্রদ্ধাশীল থেকেছেন। তবে এই তালিকায় নেই স্টিভ বাকনার।
বেড়াতে গিয়ে গাছ দেখে এক প্রাক্তন আম্পায়ারের কথা মনে পড়ে গেল সচিন তেন্ডুলকর। এই কিংবদন্তি ব্যাটার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, তিনটি গাছ পাশাপাশি এমনভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ঠিক যেন ক্রিকেটের স্টাম্প। এই বিশাল তিনটি গাছের সামনে দাঁড়িয়ে ব্যাটিং করার ভঙ্গিতে ছবি তুলেছেন সচিন। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘কোন আম্পায়ার থাকলে স্টাম্পগুলিকে এত বড় মনে হত? আপনারা কিছু আন্দাজ করতে পারেন?’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সচিনের এই পোস্ট। তাঁর এই পোস্ট নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।
স্টিভ বাকনারকে ব্যঙ্গ সচিনের?
বেশিরভাগ অনুরাগীরই মনে হচ্ছে, এই পোস্টের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন আম্পায়ার স্টিভ বাকনারকে কটাক্ষ করেছেন মাস্টার ব্লাস্টার সচিন। ন'য়ের দশকের শেষদিক থেকে কয়েক বছর সেরা আম্পায়ার জুটি ছিলেন ইংল্যান্ডের ডেভিড শেফার্ড এবং বাকনার। তাঁরা অনেক গুরুত্বপূর্ণ সিরিজ, ওডিআই বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেছেন। কেরিয়ারের শুরুতে নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য বিখ্যাত ছিলেন বাকনার। কিন্তু কেরিয়ারের শেষদিকে তিনি পরপর ভুল সিদ্ধান্ত নিতে থাকেন। বিশেষ করে ভারতের বিরুদ্ধে বারবার ভুল সিদ্ধান্ত নেন এই আম্পায়ার। তিনি একাধিকবার সচিনকে ভুল আউট দেন। সেই সময় ডিআরএস-এর সুবিধা পেতেন না ব্যাটাররা। ফলে ক্ষোভ নিয়েই ২২ গজ ছাড়তে হয় সচিনকে। এত বছর পর সেই ক্ষোভই উগরে দিলেন সচিন।
বাকনারকে কটাক্ষ ইরফান পাঠানের
সচিনের এই পোস্টের জবাব দিয়ে বাকনারকে কটাক্ষ করেছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি লিখেছেন, ‘ডিআরএস-এর যুগে যিনি যিনি ক্রিকেট মাঠ থেকে অনেক মাইল দূরে ছুটে পালিয়ে যেতেন, তিনি হলেন এস বি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Sachin Tendulkar Birthday: জন্মদিনে বাচ্চা মেয়েদের সঙ্গে ফুটবল খেললেন সচিন, ভাইরাল ভিডিও
Sachin Tendulkar: হাতের নাগালে মাস্টার ব্লাস্টার, উড়ানেই সচিন-সচিন চিৎকার সহযাত্রীদের, ভাইরাল ভিডিও
Shoaib Akhtar: সচিন তেন্ডুলকরের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন শোয়েব আখতার!