রান আউট এড়াতে এ কী করলেন মার্নাস লাবুশেন! ক্ষুব্ধ মহম্মদ সিরাজ, ২২ গজে বচসা, ভাইরাল ভিডিও

Published : Nov 22, 2024, 05:12 PM ISTUpdated : Nov 22, 2024, 05:30 PM IST
Mohammed Siraj gets emotional

সংক্ষিপ্ত

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বরাবরই তীব্র উত্তেজনা, লড়াই দেখা যায়। এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতেও এর ব্যতিক্রম হচ্ছে না। পারথ টেস্ট ম্যাচের প্রথম দিনই উত্তেজনা তৈরি হল।

পারথে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন বল হাতে আগুনে মেজাজে ছিলেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। তাঁর সেই মেজাজ টের পেলেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন। মাঠেই তাঁদের উত্তপ্ত বচসা দেখা গেল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৩-তম ওভারে এই ঘটনা দেখা যায়। সিরাজের শর্ট অফ লেংথ ডেলিভারি লেগ সাইডে যাচ্ছিল। সেই বল লাবুশেনের প্যাডে লাগে। তিনি ক্রিজের বাইরে চলে আসেন। ছুটে গিয়ে রান আউটের চেষ্টা করেন সিরাজ। এরই মধ্যে আউট হওয়া এড়াতে ক্রিজে ফিরে যান লাবুশেন। সিরাজ বল ধরার আগেই ব্যাট দিয়ে বল সরিয়ে দেন লাবুশেন। এই ঘটনায় ক্ষুব্ধ হন সিরাজ। তিনি লেগ আম্পায়ারকে কিছু বলেন। লাবুশেনের সঙ্গেও সিরাজের বচসা শুরু হয়ে যায়। ক্রিকেটের নিয়ম অনুযায়ী ঠিক কাজ করেননি লাবুশেন। বল যদি স্টাম্পের দিকে যায়, তাহলে ব্যাট বা পা দিয়ে আটকাতে পারেন ব্যাটাররা। কিন্তু লাবুশেন যেভাবে বল সরিয়ে দেন, তা আইনবিরুদ্ধ। আম্পায়ার বা ম্যাচ রেফারি চাইলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন।

সিরাজের বলেই আউট লাবুশেন

সিরাজের সঙ্গে বচসার পর তাঁর বলেই এলবিডব্লু হয়ে যান লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ৫২ বল খেলে ২ রান করেন। মিচেল মার্শেরও উইকেট নেন সিরাজ। তিনি ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। শনিবার পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনও ভালো বোলিং করাই সিরাজের লক্ষ্য।

 

 

পারথে ভারতের পেসারদের দাপট

পারথ টেস্ট ম্যাচের প্রথম দিন ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৬৭। সিরাজের জোড়া উইকেটের পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন এই ম্যাচে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা। অভিষেক টেস্টে প্রথম উইকেট নিয়েছেন হর্ষিত রানা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পারথে অধিনায়ক বুমরার দাপটে ম্যাচে ফিরল ভারত, প্রথম দিনের শেষে চাপে অস্ট্রেলিয়া

'২৩ রানের জন্য ফেরারি পেলে না,' ত্রিশতরান হারানোয় ছেলে আর্যবীরকে বার্তা সেহওয়াগের

অস্ট্রেলিয়ায় কত দামে বিক্রি হচ্ছে বিরাট কোহলির ব্যাট? লজ্জা পাবে আইফোন ১৬ প্রো ম্যাক্সও

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে