'এত আস্তে বল করছো!' মিচেল স্টার্ককে স্লেজিং যশস্বী জয়সোয়ালের, ভাইরাল ভিডিও

গত কয়েক বছরে আইপিএল থেকে যে তরুণ ক্রিকেটাররা উঠে এসেছেন, তাঁদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল যশস্বী জয়সোয়াল। অস্ট্রেলিয়া সফরেও সাফল্য পাচ্ছেন এই তরুণ।

২ দশক আগেও ভারতের ব্যাটারদের কাছে আতঙ্ক ছিল পারথ। সেই সময় ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা হত, অস্ট্রেলিয়ার সব মাঠের মধ্যে পারথেই পেস ও বাউন্স সবচেয়ে বেশি। কিন্তু ২০১৮ সাল থেকে পরিস্থিতি বদলে গিয়েছে। অস্ট্রেলিয়া সফরে পরপর ২ বার টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। এবার বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ হচ্ছে পারথে। ভারতের বোলারদের পর ব্যাটাররাও দাপট দেখাচ্ছেন। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন অসাধারণ ব্যাটিং করেছেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুল। এদিন ব্যাটিং করার সময় অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে স্লেজিং করলেন যশস্বী। তিনি বলেন, 'এত আস্তে বল করছো!' যশস্বীর এই কথার কোনও জবাব দিতে পারেননি স্টার্ক। তিনি হেসে চলে যান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।

অস্ট্রেলিয়ার অস্ত্রেই অস্ট্রেলিয়াকে ঘায়েল করল ভারত

Latest Videos

পারথ স্টেডিয়ামের কিউরেটর জানিয়েছিলেন, ম্যাচের প্রথম ২ দিন সাহায্য পাবেন পেসাররা। শুক্রবার প্রথম দিন ভারতের ১০ উইকেট ১০ অস্ট্রেলিয়ার ৭ উইকেট পড়ে। এরপর শনিবার দ্বিতীয় দিন প্রথম সেশনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বাকি ৩ উইকেট নেন জসপ্রীত বুমরা, হর্ষিত রানা। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেন রাহুল ও যশস্বী। তাঁরা ব্যাটিং শুরু করার পর মনে হচ্ছিল, পিচ আচমকা ব্যাটারদের সহায়ক হয়ে গিয়েছে। অতীতে বারবার ভারতীয় দলের ক্ষেত্রে এই ঘটনা দেখা গিয়েছে। এবার উল্টো পরিস্থিতি। ভারতের পেস আক্রমণে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। একই ম্যাচে আবার ভারতের ব্যাটারদের সামনে অস্ট্রেলিয়ার পেসারদের সাধারণ মানের বোলার মনে হচ্ছে।

 

 

রবিবার সারাদিন ব্যাটিংয়ের লক্ষ্যে ভারতীয় দল

পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ২১৮ রানে এগিয়ে ভারত। এই ম্যাচে এখনও ৩ দিন বাকি। ফলে ভারতের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করার কোনও তাড়াহুড়ো নেই। রবিবার সারাদিন ব্যাটিং করলেও অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে অলআউট করার জন্য বোলারদের হাতে ১৮০ ওভার থাকবে। এই কারণে দ্বিতীয় ইনিংসে যত বেশি সম্ভব রান করাই রাহুল-যশস্বীদের লক্ষ্য থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শতরানের দোরগোড়ায় যশস্বী, যোগ্য সঙ্গত রাহুলের, পারথে রাজত্ব ভারতের

২০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতে ১০০ রান, বিরল নজির রাহুল-যশস্বীর

জসপ্রীত বুমরার ৫ উইকেট, পারথ টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা