সংক্ষিপ্ত
পারথে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ কি পাঁচ দিনে গড়াবে? প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরেই এই আলোচনা শুরু হয়েছিল। দ্বিতীয় দিন সকালে এই আলোচনা বেড়েছে।
পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করে দিল ভারতীয় দল। ফলে প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে থাকল ভারত। ৩০ রান দিয়ে ৫ উইকেট নিলেন এই ম্যাচে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা। ২০ রান দিয়ে ২ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। অভিষেক টেস্টে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নিলেন হর্ষিত রানা। এই ম্যাচের প্রথম ইনিংসে ১৫০ রান করেছে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে কে এল রাহুল, ঋষভ পন্থরা ফের ভালো ব্যাটিং করতে পারলে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যাবে ভারতীয় দল।
মিচেল স্টার্কের লড়াই
পারথ টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭ উইকেটে ৬৭। শনিবার স্কোরবোর্ডে ৩ রান যোগ হওয়ার পরেই অ্যালেক্স কেরিকে (২১) ফিরিয়ে দেন বুমরা। এরপর অস্ট্রেলিয়ার ৭৯ রানের মাথায় নাথান লিয়নকে (৫) আউট করে দেন হর্ষিত। সেই সময় মনে হচ্ছিল ১০০ রানের কম স্কোরেই অলআউট হয়ে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের লড়াইয়ের সুবাদে ১০০ রান পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। ১১২ বল খেলে ২৬ রান করে হর্ষিতের তৃতীয় শিকার হলেন স্টার্ক। ৩১ বল খেলে ৭ রান করে অপরাজিত থাকেন হ্যাজেলউড।
তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে পারথ টেস্ট?
পারথ টেস্ট ম্যাচের পিচের যা চরিত্র, তাতে হয়তো রবিবার তৃতীয় দিনেই খেলা শেষ হয়ে যেতে পারে। ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ২০০ রান করতে পারলেই জয় নিশ্চিত হয়ে যেতে পারে। বুমরা, সিরাজ, হর্ষিত প্রথম ইনিংসে যেভাবে বোলিং করলেন, দ্বিতীয় ইনিংসেও সেই পারফরম্যান্স দেখাতে পারলে অস্ট্রেলিয়ার ব্যাটারদের পক্ষে ক্রিজে টিকে থাকা সম্ভব হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভারতের জন্য হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি? জরুরি বৈঠকে আইসিসি
রান আউট এড়াতে এ কী করলেন মার্নাস লাবুশেন! ক্ষুব্ধ মহম্মদ সিরাজ, ২২ গজে বচসা, ভাইরাল ভিডিও