শতরানের দোরগোড়ায় যশস্বী, যোগ্য সঙ্গত রাহুলের, পারথে রাজত্ব ভারতের

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-৩ হারের পর অস্ট্রেলিয়া সফরের শুরুটা দারুণভাবে করল ভারতীয় দল। পারথ টেস্ট ম্যাচে জয়ের পথে ভারত।

বিনা উইকেটে ৭২। পেস ও বাউন্সে ভরা যে পিচে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল, সেখানেই দ্বিতীয় ইনিংসে দাপট দেখাচ্ছেন ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুল। শনিবার পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশন পর্যন্ত মনে হচ্ছিল এই পিচে পেসারদের সামলানো কঠিন। কিন্তু দ্বিতীয় সেশন থেকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। ভারতের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভার বোলিং করেও উইকেট পেলেন না মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সরা। দ্বিতীয় দিনের শেষে ২১৮ রানে এগিয়ে ভারতীয় দল। ১৯৩ বলে ৯০ রান করে অপরাজিত যশস্বী। এই তরুণ এখনও পর্যন্ত ৭টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মেরেছেন। ১৫৩ বলে ৬২ রান করে অপরাজিত রাহুল। তিনি এখনও পর্যন্ত ৪টি বাউন্ডারি মেরেছেন।

সিরিজের শুরুতেই দাপট ভারতের

Latest Videos

শুক্রবার পারথ টেস্ট ম্যাচের প্রথম দিন এই ম্যাচে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা যখন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। প্রথম ইনিংসে রাহুল, ঋষভ পন্থ ও নীতীশ কুমার রেড্ডি ছাড়া কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। তবে এরপর বোলারদের দাপটে ম্যাচে ফেরে ভারত। শনিবার প্রথম সেশনেই ১০৪ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়। ৩০ রান দিয়ে ৫ উইকেট নেন বুমরা। অভিষেক টেস্টে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষিত রানা। ২০ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ফলে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় ভারত।

রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন

এই ম্যাচে এখনও ৩ দিন বাকি। রবিবার তৃতীয় দিন যদি রাহুল ও যশস্বী একইভাবে ব্যাটিং করতে পারেন, তাহলে অস্ট্রেলিয়াকে বিশাল টার্গেট দেবে ভারতীয় দল। এরপর বুমরা, সিরাজ, হর্ষিতরা ভালো বোলিং করতে পারলে সিরিজের প্রথম ম্যাচেই জয় পেতে পারে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

২০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতে ১০০ রান, বিরল নজির রাহুল-যশস্বীর

জসপ্রীত বুমরার ৫ উইকেট, পারথ টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে ভারত

ভারতের জন্য হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি? জরুরি বৈঠকে আইসিসি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন