শতরানের দোরগোড়ায় যশস্বী, যোগ্য সঙ্গত রাহুলের, পারথে রাজত্ব ভারতের

Published : Nov 23, 2024, 03:57 PM ISTUpdated : Nov 23, 2024, 04:26 PM IST
Yashasvi Jaiswal

সংক্ষিপ্ত

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-৩ হারের পর অস্ট্রেলিয়া সফরের শুরুটা দারুণভাবে করল ভারতীয় দল। পারথ টেস্ট ম্যাচে জয়ের পথে ভারত।

বিনা উইকেটে ৭২। পেস ও বাউন্সে ভরা যে পিচে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল, সেখানেই দ্বিতীয় ইনিংসে দাপট দেখাচ্ছেন ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুল। শনিবার পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশন পর্যন্ত মনে হচ্ছিল এই পিচে পেসারদের সামলানো কঠিন। কিন্তু দ্বিতীয় সেশন থেকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। ভারতের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভার বোলিং করেও উইকেট পেলেন না মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সরা। দ্বিতীয় দিনের শেষে ২১৮ রানে এগিয়ে ভারতীয় দল। ১৯৩ বলে ৯০ রান করে অপরাজিত যশস্বী। এই তরুণ এখনও পর্যন্ত ৭টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মেরেছেন। ১৫৩ বলে ৬২ রান করে অপরাজিত রাহুল। তিনি এখনও পর্যন্ত ৪টি বাউন্ডারি মেরেছেন।

সিরিজের শুরুতেই দাপট ভারতের

শুক্রবার পারথ টেস্ট ম্যাচের প্রথম দিন এই ম্যাচে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা যখন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। প্রথম ইনিংসে রাহুল, ঋষভ পন্থ ও নীতীশ কুমার রেড্ডি ছাড়া কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। তবে এরপর বোলারদের দাপটে ম্যাচে ফেরে ভারত। শনিবার প্রথম সেশনেই ১০৪ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়। ৩০ রান দিয়ে ৫ উইকেট নেন বুমরা। অভিষেক টেস্টে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষিত রানা। ২০ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ফলে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় ভারত।

রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন

এই ম্যাচে এখনও ৩ দিন বাকি। রবিবার তৃতীয় দিন যদি রাহুল ও যশস্বী একইভাবে ব্যাটিং করতে পারেন, তাহলে অস্ট্রেলিয়াকে বিশাল টার্গেট দেবে ভারতীয় দল। এরপর বুমরা, সিরাজ, হর্ষিতরা ভালো বোলিং করতে পারলে সিরিজের প্রথম ম্যাচেই জয় পেতে পারে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

২০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতে ১০০ রান, বিরল নজির রাহুল-যশস্বীর

জসপ্রীত বুমরার ৫ উইকেট, পারথ টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে ভারত

ভারতের জন্য হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি? জরুরি বৈঠকে আইসিসি

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?