'সব ফর্ম্যাটেই বিশ্বের সেরা বোলার,' জসপ্রীত বুমরাকে বিরাট শংসাপত্র পাকিস্তানের কিংবদন্তির

Published : Nov 22, 2024, 06:13 PM ISTUpdated : Nov 22, 2024, 06:39 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

গত কয়েক বছর ধরে ক্রিকেটের সব ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন জসপ্রীত বুমরা। ফিট থাকলে তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার।

তিনি নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা পেসার ছিলেন। বহু বাঘা বাঘা ব্যাটারকে বারবার সমস্যায় ফেলে দিয়েছেন। এবার ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাকে বিশ্বের সেরা বোলার বলে উল্লেখ করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। তিনি বুমরার প্রশংসা করে বলেছেন, ‘ও ক্রিকেটের সব ফর্ম্যাটেই বিশ্বের সেরা বোলার। বলের উপর ওর নিয়ন্ত্রণ, স্যুইং, বলের গতি, ক্রিজ ব্যবহার করার দক্ষতা অসাধারণ। ও উসমান খাজার বিরুদ্ধে অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করল। ওর বোলিং দেখতে খুব ভালো লাগে। ও খুব তাড়াতাড়ি ব্যাটারদের দুর্বলতা বুঝতে পেরে যায়। ও খুব কমই শর্ট বল করেছে। ও বুঝতে পেরেছে, ব্যাটাররা শর্ট পিচ ডেলিভারি আশা করছে। বুমরা বেশিরভাগ বলই পিচে রেখেছে। উইকেটের দুই দিকেই বল স্যুইং করিয়েছে এবং চার উইকেট নিয়েছে। একেই সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলে।’

গুণের কদর আক্রমের

পাকিস্তান দলে একাধিক পেসার অধিনায়ক হলেও, ভারতীয় দলে পেসার অধিনায়ক বিরল। বুমরা এখন ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক। রোহিত শর্মা না খেলায় পারথ টেস্ট ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে বুমরা। তিনি এই ম্যাচের প্রথম দিন দুর্দান্ত বোলিং করেছেন। প্রায় তিন দশক আগে পাকিস্তানের অধিনায়ক ছিলেন আক্রম। তিনি দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছেন। পারথে বুমরার বোলিং দেখে মুগ্ধ আক্রম বলছেন, ‘বুমরা সেরা ফর্মে আছে। অস্ট্রেলিয়ার ব্যাটারদের খেলা খুব ভালোভাবে বুঝতে পারছে। ও পরিবেশ-পরিস্থিতি বুঝে এবং বিপক্ষের ব্যাটারদের দুর্বলতা কাজে লাগিয়ে অসাধারণ স্পেল করল।’

ভারতকে লড়াইয়ে রেখেছেন বুমরা

পারথ টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বুমরা। ১৫০ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। এরপর বুমরার দাপটে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৬৭। ফলে প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রান আউট এড়াতে এ কী করলেন মার্নাস লাবুশেন! ক্ষুব্ধ মহম্মদ সিরাজ, ২২ গজে বচসা, ভাইরাল ভিডিও

পারথে অধিনায়ক বুমরার দাপটে ম্যাচে ফিরল ভারত, প্রথম দিনের শেষে চাপে অস্ট্রেলিয়া

'২৩ রানের জন্য ফেরারি পেলে না,' ত্রিশতরান হারানোয় ছেলে আর্যবীরকে বার্তা সেহওয়াগের

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?