KKR: নজরে নাইটদের প্রথম একাদশ, কলকাতার নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কে?

আইপিএল-এর মেগা নিলামের (IPL Mega Auction 2025) শেষদিকে কার্যত, ঝড় তোলে কলকাতা নাইট রাইডার্স। 

প্রসঙ্গত, ভেঙ্কটেশ আইয়ারকে বিপুল পরিমাণ দাম দিয়ে কেনে কেকেআর। তাই প্রথমে মনে করা হচ্ছিল, হয়ত তিনিই হবেন দলের নতুন অধিনায়ক। কিন্তু দ্বিতীয় দিন আবার অজিঙ্ক রাহানেকে দলে নিয়ে বেশ চমকই দিয়েছে কলকাতা।

সূত্রের খবর, রাহানেও অধিনায়ক হওয়ার দৌড়ে ঢুকে পড়েছেন। ঠিক কী পরিকল্পনা রয়েছে রাহানেকে নিয়ে? এবার মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্স সিইও বেঙ্কি মাইসোর।

Latest Videos

উল্লেখ্য, আইপিএল মেগা নিলামের প্রথম দিনই ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনে নেয় নাইটরা। এই বিপুল অঙ্কের বিনিময়ে তাঁকে দলে ফেরানোর পর অনেকেই মনে করেছিলেন যে, তিনিই হয়ত নাইটদের নতুন অধিনায়ক হতে চলেছেন। হ্যাঁ, এটা বাস্তব যে ভেঙ্কটেশ এখনও সেই লড়াইতে আছেন।

তবে অন্য একটি সূত্রের মতে, অধিনায়ক হওয়ার দৌড়ে ঢুকে পড়েছেন অজিঙ্ক রাহানেও। কারণ, তাঁর একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ভারতীয় ক্রিকেটে।

তবে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর জানাচ্ছেন, “অধিনায়কত্ব নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিলামে গোটা দল গুছিয়ে নেওয়া হয়েছে। তাই এবার পুরো বিষয়টা নিয়ে আমাদের বসতে হবে। সকলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। টিমের থিঙ্ক ট্যাঙ্কের সকলে একত্রিত হওয়ার পর, আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।”

সেইসঙ্গে, নাইটদের প্রথম একাদশ ঠিক কীরকম হতে পারে?

সুনীল নারিন, কুইন্টন ডি কক/রহমানউল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং

ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, আনরিক নর্টজে, উমরান মালিক, হর্ষিত রানা।

তবে আরও একাধিক নাম রয়েছে। যেমন ধরা যাক মইন আলী, রভম্যান পাওয়েল এবং মনীশ পাণ্ডে সহ একাধিক খেলউয়ার আছেন, যারা প্রথম একাদশে ঢোকার যোগ্য। ফলে, বাকিটা সময় বলবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : মহিলা ও কৃষকদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দেখুন ভিডিও
'বাংলাদেশ ও রোহিঙ্গা মুসলমানরা আপনাকে বাঁচাতে পারবে না দিদি' Mamata কে বেলাগাম আক্রমণ Giriraj এর
Mamata banerjee-কে সরাসরি তোপ দাগলেন BJP নেত্রী Agnimitra Paul! দেখুন কী বললেন | Agnimitra Paul News
Bhool Bhulaiyaa 3-র গানে অদ্ভুত নাচ ভক্তের! দেখুন সেই ভিডিও #shorts #shortsvideo #shortsviral
পুরোহিতের বিস্ফোরক অভিযোগ! ফের বিতর্কে শ্যামসুন্দরী কালী মন্দির! দেখুন | Maa Shyama Sundari Mandir