IND vs AUS: সিডনি টেস্টের শুরু থেকেই বেকায়দায় ভারত, চূড়ান্ত ব্যর্থ ওপেনিং এবং মিডল অর্ডার

শুক্রবার থেকে সিডনিতে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পঞ্চম টেস্ট। 

আবারও বিপাকে ভারত। সিডনিতে পঞ্চম টেস্টে বেকায়দায় টিম ইন্ডিয়া (Team India)।

শুক্রবার থেকে সিডনিতে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পঞ্চম টেস্ট। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন-আপ। ওপেনার জয়সওয়াল ফিরে যান মাত্র ১০ রানে এবং রাহুলের সংগ্রহে ৪ রান।

Latest Videos

শুভমান গিল (Shubman Gill) করেন ২০ এবং বিরাট কোহলি (Virat Kohli) ১৭ রানে প্যাভিলিয়নে ফিরে যান। বলা যেতে পারে, ওপেনিং এবং মিডল অর্ডার কার্যত ধ্বংস হয়ে যায় অজি বোলিং অ্যাটাকের সামনে। তবে ঋষভ পন্থ (Rishabh Pant) কিছুটা লড়াই করেন। অন্যদিকে, রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ঝুলিতে ২৬ রান। কিন্তু গত ম্যাচে দুর্দান্ত খেলা নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) প্রথম ইনিংসে খাতাই খুলতে পারলেন না।

ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৮৫ রানে। এদিকে অজিদের হয়ে ৪টি উইকেট নেন স্কট বোল্যান্ড (Scott Boland)। এছাড়াও ৩টি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং ২টি উইকেট গেছে অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) ঝুলিতে।

জবাবে ব্যাট করতে নেমে, আপাতত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেট হারিয়ে ৯ রান ক্রিজে স্যাম কন্সটাস ৭ রানে অপরাজিত আছেন। ভারতের হয়ে এখনও অবধি ১টি উইকেট নিয়েছেন বুমরা (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়া পিছিয়ে ১৭৬ রানে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral