Border-Gavaskar Trophy: অ্যাডিলেডের পিচের মধ্যেই যেন লুকিয়ে আছে রহস্য! দ্বিতীয় টেস্ট শুরুর আগেই জল্পনা

প্রথম টেস্টে ভারতের জয়। 

তবে তার আগে পিচ তৈরির ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। নেপথ্যে অ্যাডিলেডের পিচ কিউরেটর দামিয়ান হু। কিন্তু সোমবার, প্রকাশ্যে এল অ্যাডিলেডের ২২ গজের ছবি। সেখানে দেখা যাচ্ছে যে, ঘাসে ঢাকা সবুজ পিচের পাশাপাশি কিছুটা পাটা পিচের বিকল্প ব্যবস্থাও থাকছে। তবে শেষপর্যন্ত, কেমন পিচে খেলা হবে তা এখনও পরিষ্কার নয়।

প্রসঙ্গত, দিনরাতের টেস্টে কখনও পরাজিত হয়নি অস্ট্রেলিয়া। অন্যদিকে, চার বছর আগে অজি সফরে গিয়ে দিনরাতের টেস্টে রীতিমতো ধরাশায়ী হয়েছিল ভারত। মাত্র ৩৬ রানে অল আউট হয়ে গেছিল গোটা দল। এবার অবশ্য বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতেই পার্থ টেস্টে জিতে নিয়েছে ভারত। কিন্তু এই ম্যাচে কি হবে? সেই উত্তরই যেন লুকিয়ে রয়েছে অ্যাডিলেডে।

Latest Videos

রবিবারই দেখা যায় যে, বোলিং সহায়ক কঠিন পিচ বানানোর জন্য হাইড্রাগ্লাইড রোলার ব্যবহার করছেন পিচ কিউরেটর। পুরো আড়াআড়িভাবে রোলার চালানো হয়েছে, যাতে কোনওভাবেই পিচ ভেঙে না যায়। অর্থাৎ, ভারতীয় স্পিনাররা যেন কোনওভাবেই বিপাকে ফেলতে না পারে অজিদের। যদিও মিডিয়াকে পিচ থেকে দূরে রাখতেই চেষ্টা করছে অ্যাডিলেডের গ্রাউন্ড ম্যানেজমেন্ট।

ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই, সোমবার প্রকাশ্যে এসেছে অ্যাডিলেডের পিচের ছবি। সেখানে দেখা যাচ্ছে যে, ঘাস ছেঁটে ফেলে দিয়ে পুরো পিচে আড়াআড়িভাবে রোলার চালানোর কাজ চলছে। অর্থাৎ, কিছুটা ব্যাটিং সহায়ক পিচ। কিন্তু আবার এদিকে ঘাসে ঢাকা পিচও তৈরি রাখছে অ্যাডিলেড।

কেন? কারণ, তারকা পেসার জশ হ্যাজেলউডকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টে নামতে হবে অস্ট্রেলিয়াকে। তাহলে কি দিনরাতের টেস্টে গতিময় পিচ হবে না? স্বভাবতই, পুরো পিচ নিয়েই রহস্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সীমান্তে দাঁড়িয়ে ইউনুস সরকারকে চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari #shorts #suvenduadhikari
'কলকাতার একদিনের ময়লা ওপারে ফেলে আসলেই ইউনূস...' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : সীমান্ত অবরোধের ডাক! শুভেন্দুর চরম প্রতিবাদ, সরাসরি | Asianet News Bangla
Suvendu-র পেট্রাপোলে জমায়েত নিয়ে প্রশ্ন Mamata-র, পাল্টা মুখ্যমন্ত্রীকে ঝাঁঝালো আক্রমণ শঙ্কর ঘোষের
'ইউনূসকে এবার অশান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত' ফুঁসে উঠলেন অর্জুন | Arjun Singh BJP