ভারত সফরে টেস্ট সিরিজে ০-২ পিছিয়ে পড়ে প্রত্যাবর্তন ঘটাতে মরিয়া অস্ট্রেলিয়া শিবির। সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের আগে দলে রদবদল করছেন প্যাট কামিন্সরা। তাঁরা ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন।
নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সুযোগ পাননি অ্যাশটন আগর। সেই ম্যাচে স্পিনার হিসেবে অস্ট্রেলিয়া দলে সুযোগ দেওয়া হয় নাথান লিয়ন ও টড মারফিকে। দিল্লি টেস্ট ম্যাচের আগে দেশ থেকে উড়িয়ে আনা হয় ম্যাথু কুনেম্যানকে। তাঁকে খেলার সুযোগও দেওয়া হয়। কিন্তু সুযোগ পাননি আগরকে। এবার তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হল। এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দলে সুযোগ পান আগর। ৬ বছর পর অস্ট্রেলিয়া দলে ফেরেন এই স্পিনার। সিডনিতে তিনি খেলার সুযোগও পান। ভারত সফরের কথা মাথায় রেখে সিডনিতে স্পিনারদের সহায়ক উইকেট তৈরি করে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু সেই পিচেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি আগর। এরপর ভারত সফরেও তিনি সুযোগ পেলেন না। এই স্পিনার আর অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর।
একটি সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে দেওয়া সাক্ষাৎকারে টেলর বলেছেন, ‘আমি টেস্ট খেলোয়াড় হিসেবে অ্যাশটন আগরের ভবিষ্যৎ জানি না। ওকে সিডনি টেস্টে খেলার সুযোগ দেওয়া হয়। আমার মনে হয়েছিল সেটা ভালো সিদ্ধান্ত। কারণ, নির্বাচকরা ভারত সফরের কথা ভাবছিলেন। কিন্তু ভারত সফরে ওকে খেলার সুযোগ দেওয়া হল না। সেই কারণেই আমার মনে হয় ও আর সুযোগ দেওয়া হবে না। ওকে যখন ভারত সফরেই খেলানো হল না, তখন আমি নিশ্চিত যে ওকে আর দলে নেওয়া হবে না।’
ভারত সফরে প্রাথমিকভাবে লিয়ন, মারফি, মিচেল স্বেপসন ও আগরকে দলে নেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে স্বেপসনের বদলে উড়িয়ে আনা হয় কুনেম্যানকে। এই সিরিজেই অভিষেক হয়েছে মারফি ও কুনেম্যানের। এই দুই স্পিনারই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। লিয়নও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে আগরের সুযোগ পাওয়ার আশা নেই। সেই কারণেই তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হল। এই স্পিনার এবার শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলবেন।
২০১৩ সালে টেস্টে অভিষেক হয় আগরের। তবে তিনি এখনও পর্যন্ত মাত্র পাঁচটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তাঁর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে টেলর বলেছেন, ‘অ্যাশটন আগরের ফের টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ওর বয়স যদি কম হত, তাহলে বলা যেত ও হয়তো দলে ফিরবে। কিন্তু ওর পক্ষে হয়তো আর দলে ফেরা সম্ভব হবে না।’
আরও পড়ুন-
Yuvraj Singh : শিম্পাঞ্জিকে নকল করে শরীরচর্চা, মজার ভিডিও শেয়ার যুবরাজ সিংয়ের
স্পিনিং উইকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাই নেই প্যাট কামিন্সের, তোপ জেফ লসনের
টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন অশ্বিন, ৯ নম্বরে জাদেজা