ভারতের মাটিতে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচেই ভরাডুবি হয়েছে অস্ট্রেলিয়ার। আড়াই দিনে নাগপুর ও দিল্লিতে জয় পেয়েছে ভারতীয় দল। এই ফলে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা।
ভারতের মাটিতে টেস্ট সিরিজে ০-২ পিছিয়ে অস্ট্রেলিয়া দল। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের বোলিং সামাল দিতে পারছেন না স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্বরা। সামগ্রিকভাবে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপও ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে টড মারফি এবং দিল্লিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে নাথান লিয়ন ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বটে, কিন্তু তাতে ভারতের জয় পেতে কোনও সমস্যাই হয়নি। এই সিরিজে পার্থক্য গড়ে দিচ্ছেন ভারতের অলরাউন্ডার অশ্বিন, জাদেজা ও অক্ষর প্যাটেল। এই তিনজনই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। অশ্বিন ও জাদেজা ব্যাটে-বলে দলকে ভরসা দিচ্ছেন। বল হাতে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, ভালো ব্যাটিং করছেন অক্ষর। দিল্লিতে প্রথম ইনিংসে চাপের মুখে অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় দলকে লড়াইয়ে ফেরান অক্ষর। ভারতের স্পিনাররা যেখানে অনবদ্য পারফরম্যান্স দেখাচ্ছেন, সেখানে অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটারই দলকে জেতানোর মতো পারফরম্যান্স দেখাতে পারছেন না। প্যাট কামিন্সদের এই হতাশাজনক পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেফ লসন। তিনি কামিন্সের পাশাপাশি অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টোরির সমালোচনা করেছেন।
লসন বলেছেন, 'স্পিনিং উইকেটে অধিনায়কত্ব করার মতো পর্যাপ্ত অভিজ্ঞতা নেই কামোর। ও শেফিল্ড শিল্ডের ম্যাচও খুব বেশি খেলেনি। তার ফলেই ও স্পিনিং ট্র্যাকে খেলার জন্য তৈরি হতে পারেনি। স্পিনিং উইকেটে বেশি ম্যাচ না খেলতে পারলে ও কীভাবে এই ধরনের উইকেটে কীভাবে মানিয়ে নেবে? ওর সেই অভিজ্ঞতা নেই। ফলে ও বুঝতে পারছে না কী করতে হবে।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজের প্রথম দুই ম্যাচ জেতার সুবাদে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখল রেখেছে ভারতীয় দল। ১ মার্চ শুরু তৃতীয় টেস্ট ম্যাচ। ইন্দোরে এই ম্যাচ জিতলেই ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যাবে। এই সিরিজে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন না লসন। তিনি ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করে বলেছেন, 'অক্ষর প্যাটেল যখন রবির সঙ্গে'পার্টনারশিপ গড়ছিল, তখন আমরা বুঝতে পারছিলাম না কীভাবে ওদের থামাতে হবে। এরকম দু'টি পার্টনারশিপই আমাদের এই সিরিজে ০-২ পিছিয়ে দিয়েছে। ড্যানিয়েল ভেট্টোরি বিশ্বের অন্যতম সেরা বাঁ হাতি স্পিনার ছিল। কিন্তু ও দলকে কোনওভাবেই সাহায্য করতে পারছে না। কীভাবে স্পিন বোলিং খেলতে হবে এবং কীভাবে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করতে হবে, সে ব্যাপারে ওর দলকে পরামর্শ দেওয়া উচিত। কিন্তু ও সেটা করছে বলে মনে হচ্ছে না।'
আরও পড়ুন-
Rohit Sharma: কে এল রাহুল দক্ষ ক্রিকেটার, ওর পাশে আছে দল, বললেন রোহিত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলবেন না রোহিত শর্মা, নেতৃত্বে হার্দিক
দিল্লি টেস্টে জয় পাওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কী অবস্থান ভারতের?