শুক্রবার দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী ভারতীয় দল। দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ভারত।
কোমরের চোটের জন্য নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারেননি ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। তিনি চোট সারানোর জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছেন। সেখানে তাঁর রিহ্যাব চলছে। ফলে দিল্লিতে শুক্রবার শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট ম্যাচে শ্রেয়াসকে খেলানোর ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তবেই তাঁকে দলে ফেরানো হতে পারে। চোট পাওয়া একজন ক্রিকেটারকে সরাসরি টেস্ট ম্যাচে নামিয়ে দেওয়া হবে না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনার এস রজনীকান্তের সঙ্গে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন শ্রেয়াস। তিনি সেই ট্রেনিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই ক্রিকেটার স্ট্রেংথ ও কন্ডিশনিং ট্রেনিং চালিয়ে যাচ্ছেন। কিন্তু রবীন্দ্র জাদেজাকে যেমন রঞ্জি ট্রফি ম্যাচ খেলে ফিটনেসের প্রমাণ দিয়ে জাতীয় দলে ফিরতে হয়েছে, সেভাবেই শ্রেয়াসকেও হয়তো ঘরোয়া ম্যাচ খেলে ফিটনেসের প্রমাণ দিতে হবে। আপাতত ঘরোয়া ক্রিকেট ম্যাচ বলতে ইরানি কাপ রয়েছে। গতবারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারতীয় দল। সেই ম্যাচে হয়তো নির্বাচকরা অবশিষ্ট ভারতীয় দলে শ্রেয়াসকে রাখতে পারেন।
প্রায় এক মাস কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি শ্রেয়াস। ফলে তিনি কতটা ম্যাচ ফিট, সেটা না দেখে হয়তো টিম ম্যানেজমেন্ট টেস্ট ম্যাচে খেলাবে না। কারণ, শ্রেয়াসকে ৯০ ওভার ফিল্ডিং করতে হতে পারে। তিনি দীর্ঘক্ষণ ব্যাটিংও করতে চাইবেন। এই ধকল নেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে কি না সেটা দেখে নিয়ে তবেই জাতীয় দলে ফেরানো হবে বলে জানা গিয়েছে। ১ মার্চ শুরু হচ্ছে ইরানি কাপ। সেই ম্যাচে হয়তো খেলতে বলা হতে পারে শ্রেয়াসকে।
এদিকে, পেসার জসপ্রীত বুমরা কবে জাতীয় দলে ফিরবেন, সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে না। স্ট্রেস ফ্র্যাকচারের পর ফিট হয়ে উঠতে এই পেসারের দীর্ঘ সময় লাগছে। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলেও সম্ভবত তাঁকে রাখা হচ্ছে না। ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করলে সেই ম্যাচেই জাতীয় দলে ফিরতে পারেন বুমরা। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপেও ভারতীয় দলে তাঁকে দরকার। তার আগে অবশ্য আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলতে পারেন বুমরা। তিনি যদি আইপিএল-এ খেলেন, তাহলে কতটা ধকল নিতে পারছেন, সেটা দেখে নেওয়ার সুযোগ পাবেন নির্বাচকরা।
আরও পড়ুন-
আইসিসি-র বিচারে জানুয়ারির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত শুবমান গিল
উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম, ৩.৪০ কোটি টাকা দিয়ে স্মৃতি মন্ধানাকে নিল আরসিবি
ধরমশালা থেকে ইন্দোরে সরে গেল ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ