কামিন্স, ওয়ার্নার না থাকলেও তৃতীয় টেস্টে সমস্যা হবে না, দাবি হ্যান্ডসকম্বের

Published : Feb 26, 2023, 07:58 PM IST
Peter Handscomb

সংক্ষিপ্ত

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ২-০ এগিয়ে ভারতীয় দল। ১ মার্চ ইন্দোরে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া দল ঘুরে দাঁড়াতে মরিয়া। চাপ কাটানোর আপ্রাণ চেষ্টা করছে অস্ট্রেলিয়া।

ভারত সফরে টেস্ট সিরিজে ০-২ পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। নাগপুর ও দিল্লি টেস্ট ম্যাচ শেষ হয়েছে আড়াই দিনে। তৃতীয় টেস্ট ম্যাচে আবার খেলতে পারবেন না অস্ট্রেলিয়া দলের দুই প্রধান ভরসা অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। কামিন্সের মা গুরুতর অসুস্থ। সেই কারণে তিনি দেশে ফিরে গিয়েছেন। চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন ওয়ার্নারও। ফলে ইন্দোর টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে সমস্যা বেড়েছে অস্ট্রেলিয়া দলের। যদিও তা মানতে নারাজ অস্ট্রেলিয়ার ব্যাটার পিটার হ্যান্ডসকম্ব। তাঁর দাবি, ওয়ার্নার ও কামিন্স খেলতে না পারলেও সমস্যা হবে না। তাঁরা এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এখনও নয়াদিল্লিতেই আছেন। দিল্লি টেস্ট ম্যাচ আড়াই দিনেই শেষ হওয়ার পর থেকে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। ইন্দোর টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছে অস্ট্রেলিয়া। তবে কাজটা মোটেই সহজ নয়। সেটা জানেন হ্যান্ডসকম্বরা। কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তাঁকে কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হবে।

তৃতীয় টেস্ট ম্যাচের আগে হ্যান্ডসকম্ব বলেছেন, 'ওরা দু'জনই (ওয়ার্নার ও কামিন্স) বিশ্বমানের খেলোয়াড়। প্যাট আমাদের অধিনায়কও বটে। ফলে আমাদের কাজটা আরও একটু কঠিন হয়ে গিয়েছে। এই দুই ক্রিকেটার দলে না থাকায় আমাদের বড় ক্ষতি হবে। তবে আমাদের যা তথ্য দরকার সে সবই আমরা পেয়েছি। আমরা ভালোভাবে অনুশীলন করছি। ইন্দোর ও আমেদাবাদ টেস্ট ম্যাচের জন্য় ভালোভাবেই তৈরি হচ্ছি আমরা।'

কামিন্স ও ওয়ার্নার খেলতে না পারলেও, ইন্দোর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দল পাবে অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। চোটের জন্য সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচে খেলতে পারেননি স্টার্ক ও গ্রিন। তবে তাঁরা এখন ফিট হয়ে উঠেছেন। ফলে ইন্দোরে খেলতে আর সমস্যা নেই। এ প্রসঙ্গে হ্যান্ডসকম্ব বলেছেন, ‘স্টার্ক চোট সারিয়ে দলে ফিরছে। গ্রিনও চোট সারিয়ে উঠেছে। আমাদের দলে এই দুই বড় খেলোয়াড় যোগ দিচ্ছে। ফলে আমাদের দলের উপকারই হবে। স্মিথ খুব একটা বদলায়নি। ও বিশ্বমানের খেলোয়াড়। ও খেলা নিয়ে চিন্তা করে। প্যাটের নেতৃত্বে আমাদের দলে ও থাকায় সুবিধাই হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে কীভাবে খেলতে হয় সেই অভিজ্ঞতাও ওর আছে। দলকে নেতৃত্ব দেওয়া ওর কাছে নতুন কিছু নয়। ফলে ও স্বাভাবিকভাবেই নিজের কাজ করতে পারবে। ও প্রথমে ব্যাটিং, তারপর অধিনায়কত্বের উপর জোর দেবে।’

আরও পড়ুন-

পিএসএল চলাকালীন লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকে চুরি গেল সিকিওরিটি ক্যামেরা!

সব ধরনের উইকেটে ইংল্যান্ডের ব্যাজবল চলবে না, মত রবিচন্দ্রন অশ্বিনের

Rohit Sharma: কে এল রাহুল দক্ষ ক্রিকেটার, ওর পাশে আছে দল, বললেন রোহিত

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে