আউটফিল্ড তৈরি নয়, ধরমশালা থেকে সরে যেতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচের পিচ নিয়ে খুব একটা খুশি হতে পারেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরই মধ্যে ধরমশালার আউটফিল্ড নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ ধরমশালা থেকে সরিয়ে নেওয়া হতে পারে। ১ মার্চ এই ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু ধরমশালার আউটফিল্ড এই ম্যাচের জন্য তৈরি নয় বলে জানা গিয়েছে। সেই কারণেই হিমাচল প্রদেশের এই শৈলশহর থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হতে পারে টেস্ট ম্যাচ। পিচ ও আউটফিল্ড পরিদর্শন করতে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গিয়েছিলেন বিসিসিআই-এর কিউরেটর তাপস চট্টোপাধ্যায়। তিনি আউটফিল্ড দেখে খুশি হতে পারেননি। বিসিসিআই-এর কাছে চূড়ান্ত রিপোর্ট দেবেন তাপস। এরপরেই ধরমশালা থেকে টেস্ট ম্যাচ সরিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। বেঙ্গালুরু বা বিশাখাপত্তনমে সরিয়ে নেওয়া হতে পারে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ। রবিবার এ ব্যাপারে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, 'কোনও ম্যাচ আয়োজন করার জন্য বিসিসিআই নির্দিষ্ট কিছু শর্ত রাখে। ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেতে হলে সেই শর্তগুলি পূরণ করতে হয়। ধর্মশালায় অনেকদিন প্রতিযোগিতামূলক ম্যাচ হয়নি। এই মাঠের আউটফিল্ডও তৈরি নয়।'

ধর্মশালার আবহাওয়ার কারণেই আউটফিল্ড আন্তর্জাতিক ম্যাচের উপযোগী করে তোলার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আউটফিল্ডের অনেক জায়গাতেই ঘাস নেই। এরই মধ্যে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার ফলে আউটফিল্ড ও পিচ তৈরির ক্ষেত্রে সমস্যা হতে পারে।

Latest Videos

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেছেন, 'আমরা জানিয়ে দিয়েছি, আমাদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমরা ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ আয়োজন করতে তৈরি। বিসিসিআই-কে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বিসিসিআই যে সমস্ত শর্ত রেখেছে, তার ভিত্তিতেই রিপোর্ট দেবেন কিউরেটর।'

ভারতই শুধু নয়, বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম ধরমশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেট থেকে সাধারণত পেসাররা সাহায্য পেয়ে থাকেন। ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ উপলক্ষে ক্রিকেটপ্রেমীরা ধরমশালায় পর্যটকরা ভিড় জমাতে পারেন। কিন্তু এখানে ম্যাচ না হলে সবাই হতাশ হবেন।

কয়েক সপ্তাহ আগে বিসিসিআই-এর কয়েকজন কর্মী হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। তারপর পর্যবেক্ষণে যান কিউরেটর। তাঁর রিপোর্টের উপরেই ধরমশালায় টেস্ট ম্যাচ আয়োজন নির্ভর করছে।

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ আড়াই দিনে শেষ হয়েছে। এরপর দিল্লিতে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। চতুর্থ টেস্ট ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারত ও অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ খেলবে।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

বিরাটের কাছ থেকে বিপক্ষের ব্যাটারদের উপর চাপ বজায় রাখা শিখেছেন, জানালেন রোহিত

নাগপুরে ভরাডুবি, দ্বিতীয় টেস্টের আগে বাঁ হাতি স্পিনার ম্যাথু কনেম্যানকে তলব অস্ট্রেলিয়ার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed