বিসিসিআই-এর ঘোষণার পরেও কেন কঠিন ফিটনেস টেস্ট দিতে হল না রোহিতদের?

Published : Sep 03, 2025, 08:48 PM IST
Indian Cricketers to undergo Bronco Test

সংক্ষিপ্ত

Bronco Test: এশিয়া কাপ (Asia Cup 2025) ও অস্ট্রেলিয়া সফরের (India Tour of Australia, 2025) আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য ব্রঙ্কো টেস্টের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেছিল বিসিসিআই (BCCI)। কিন্তু সেই টেস্ট হল না।

DID YOU KNOW ?
ব্রঙ্কো টেস্ট
ভারতীয় ক্রিকেটারদের জন্য এবার ব্রঙ্কো টেস্ট শুরু হতকে চলেছে। অত্যন্ত কঠিন এই ফিটনেস টেস্ট।

Indian Cricket Team: এশিয়া কাপের (Asia Cup 2025) আগে ভারতীয় ক্রিকেটারদের ব্রঙ্কো টেস্ট (Bronco test) দিতে হবে বলে জানিয়েছিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু (Adrian Le Roux)। ক্রিকেটারদের জন্য এই নতুন ফিটনেস টেস্টে অনুমোদন দিয়েছিল বিসিসিআই (BCCI)। কিন্তু তারপরেও বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) ব্রঙ্কো টেস্ট দিতে হল না রোহিত শর্মা (Rohit Sharma), শুবমান গিলদের (Shubman Gill)। তাঁরা সাধারণভাবে ফিটনেস সংক্রান্ত পরীক্ষা, প্রতিবর্ত ক্রিয়া ও ক্ষিপ্রতার পরীক্ষা, ইয়ো-ইয়ো টেস্ট দিয়েছেন। বিরাট কোহলি (Virat Kohli) ফিটনেস টেস্ট দিতে বেঙ্গালুরুতে পৌঁছননি। তিনি বিসিসিআই-এর অনুমতি নিয়ে লন্ডন (London) থেকেই অনলাইনে ফিটনেস টেস্ট দিয়েছেন বিরাট। তাঁকে ফিটনেস টেস্টে ছাড় দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

কেন হল না ব্রঙ্কো টেস্ট?

বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, 'বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটাররা এশিয়া কাপ খেলতে দুবাইয়ে (Dubai) পৌঁছবেন। সেখানেই ক্রিকেটারদের জন্য ব্রঙ্কো টেস্টের ব্যবস্থা করা হতে পারে। শুক্রবার দুবাইয়ে অনুশীলন শুরু করবেন ভারতীয় ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্ট ও লে রু চাইলে ব্রঙ্কো টেস্ট হবে।' কিন্তু ব্রঙ্কো টেস্টে উত্তীর্ণ হতে না পারলে সংশ্লিষ্ট ক্রিকেটার এশিয়া কাপের দল থেকে বাদ পড়বেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি যদি ফিটনেসের উপর জোর দেন, তাহলে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটারদের জন্য ব্রঙ্কো টেস্ট বাধ্যতামূলক হতে চলেছে।

ফিটনেসের সঙ্গে আপস করা হবে না

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, পরপর বহুদেশীয় প্রতিযোগিতা, আইসিসি টুর্নামেন্ট, বিদেশ সফর, দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ আছে। ফলে সব ক্রিকেটারকেই ফিট থাকতে হবে। ফিটনেসের সঙ্গে আপস করলে ভারতীয় দলের ফলই খারাপ হতে পারে। এই কারণেই ফিটনেসের উপর জোর দেওয়া হচ্ছে। কোনও ক্রিকেটারকেই ফিটনেসের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এশিয়া কাপ
বৃহস্পতিবারই এশিয়া কাপ খেলতে দুবাইয়ে পৌঁছে যাচ্ছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম