Virat Kohli: আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরেই ওডিআই সিরিজে জাতীয় দলে ফিরছেন বিরাট কোহলি। কিন্তু তাঁর ফিটনেস টেস্ট দেওয়া নিয়ে ক্রিকেট মহলে বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
শুধু ওডিআই সিরিজে বিরাট
অস্ট্রেলিয়া সফরে শুধু ওডিআই সিরিজেই খেলবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কারণ, তাঁরা টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন।

India Tour of Australia, 2025: বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) নয়, লন্ডনে (London) ফিটনেস টেস্ট দিয়েছেন বিরাট কোহলি (London)। অন্য ক্রিকেটাররা যখন ফিটনেস টেস্ট দিতে বেঙ্গালুরুতে (Bengaluru) হাজির হয়েছেন, তখন বিরাটকে কেন ছাড় দেওয়া হল, সেই প্রশ্ন তুলছেন অনেকে। এই তারকা ক্রিকেটারের ফিটনেস টেস্টের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। বিরাট যখন ফিটনেস টেস্ট দিয়েছেন, তখন তাঁর কাছে ভারতীয় দল বা বিসিসিআই-এর সঙ্গে যুক্ত কেউ ছিলেন না। অনলাইনে ফিটনেস টেস্ট দিয়েছেন বিরাট। তিনি লন্ডন থেকেই ফিটনেস টেস্ট দেওয়ার অনুমতি চেয়েছিলেন। সেই অনুমতি দেয় বিসিসিআই। একজন ক্রিকেটারকে কেন এই বিশেষ সুবিধা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) তারকা ক্রিকেটারদের বিশেষ সুবিধা দেওয়ার প্রথা শেষ করতে চাইছেন। কিন্তু বিরাট সেই বিশেষ সুবিধাই পেলেন।

বিরাটকে কেন ছাড়?

এশিয়া কাপের (Asia Cup 2025) আগে ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), টেস্ট দলের অধিনায়ক এবং টি-২০ দলের সহ-অধিনায়ক শুবমান গিল (Shubman Gill), ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)-সহ অনেক ক্রিকেটারই বেঙ্গালুরুতে গিয়ে ফিটনেস টেস্ট দিয়েছেন। কিন্তু বিরাটকে বেঙ্গালুরুতে যেতে হয়নি। তিনি লন্ডন থেকেই অনলাইনে ফিটনেসের প্রমাণ দিয়েছেন। এই তারকা ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে ফিট খেলোয়াড়। তাঁর ফিটনেস নিয়ে কারও সংশয় নেই। কিন্তু দলের সবাই যখন বেঙ্গালুরুতে ফিটনেস টেস্ট দিতে গিয়েছেন, তখন বিরাটকে কেন ছাড় দেওয়া হল, সেই প্রশ্ন উঠছে।

জাতীয় দলে ফেরার প্রস্তুতি বিরাটের

টি-২০, টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট। তিনি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফিরবেন এই তারকা। তিনি লন্ডনেই অনুশীলন চালাচ্ছেন। আইপিএল-এ (IPL 2025) গুজরাট টাইটানসের (Gujarat Titans) সহকারী কোচ নায়িম আমিনের (Naeem Amin) সাহায্যে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বিরাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।