হার্দিক পান্ডিয়াকে নিজেদের দেশের ছেলে ভেবে অটোগ্রাফ দিয়েছিলেন কেনিয়ার ক্রিকেটাররা!

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর ভাই ক্রুণাল পান্ডিয়াও জাতীয় দলের হয়ে খেলেছেন। দুই ভাইয়ের সম্পর্ক অত্যন্ত মধুর। একটি অনুষ্ঠানে তাঁরা একে অপরের পুরনো অনেক কথা জানালেন।

গায়ের রঙের জন্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সঙ্গে মিল আছে। ছোটবেলায় এর জন্য অনেক মজা হয়েছে। কিন্তু তা বলে কেনিয়ার ক্রিকেটাররা নিজেদের দেশের ছেলে ভেবে অটোগ্রাফ দিয়েছিলেন! এমনই হয়েছিল হার্দিক পান্ডিয়ার সঙ্গে। একটি অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন হার্দিক ও তাঁর ভাই ক্রুণাল পান্ডিয়া। সেখানে পুরনো কথা বলতে গিয়ে ক্রুণাল জানান, 'ছোটবেলা থেকেই লোকজন আমাদের কালো বলত। মা রেগে যেত, ঝগড়া করত। আমি মাকে বলতাম, তোমার ছেলে কালো। লোকজন কালো বলছে তো কী খারাপ বলেছে? হার্দিকের ছোটবেলার যে কোনও ছবি দেখলেই মনে হয় ও ক্যারিবিয়ান। ওকে দেখে ভারতীয় মনে হত না। ২০০৩ সালে যেবার কেনিয়া বিশ্বকাপ সেমি ফাইনালে পৌঁছে গিয়েছিল, সেবার ওরা বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য বরোদায় এসেছিল। একদিন কেনিয়ার ক্রিকেটাররা স্টেডিয়ামের বাইরে বাসের অপেক্ষায় ছিল। সেখানে অনেক বাচ্চাই ছিল। ওরা সবাই অটোগ্রাফের আবদার করছিল। সবাইকেই নিরাশ করছিল কেনিয়ার ক্রিকেটাররা। কিন্তু হার্দিক যেতেই ওকে সবাই অটোগ্রাফ দেয়। কারণ, ওদের মনে হয়েছিল, এ তো আমাদের আপনজন।'

আইপিএল-এ প্রথমবার ম্যাচের সেরা নির্বাচিত হওয়া নিয়ে একটি মজার ঘটনার কথা জানিয়েছেন হার্দিক। পুরনো ঘটনার কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, 'সেই সময় ম্যাচের সেরা হলে ১০ লক্ষ টাকা পাওয়া যেত। তার সঙ্গে আমি সুপার সিক্সেস না সুপার স্ট্রাইকার্স এরকম কিছু একটা পুরস্কারও জিতে নিই। সবমিলিয়ে ১২ লক্ষ টাকা হয়। আমার খুব আনন্দ হচ্ছিল। আমি ভাবছিলাম ২ লক্ষ টাকার শপিং করব। কিন্তু আমার কথা শুনে সবাই হাসছিল। তারপর আমি জানতে পারলাম, ম্যাচের সেরার টাকার ভাগ দলের সবাই পায়। তখন আমার হতাশ হওয়া ছাড়া আর কিছু করার ছিল না। স্বপ্নের আকাশ থেকে বাস্তবের রুক্ষ জমিতে আছাড় খেলাম।'

Latest Videos

শপিং করতে গেলে ভাই ক্রুণালের জন্য কী কেনেন হার্দিক? ক্রুাল জানালেন, 'ও আমার জন্য কিছুই কেনে না। ওর মতে, আমি কোনও জিনিসের যত্ন নিতে পারি না। আমার সবকিছু নিয়েই সন্দেহ প্রকাশ করে হার্দিক। আমি ভালো কিছু করলেও কোনওদিন ও গুরুত্ব দেয় না। ওর মতে আমি জীবনে একটাই ভালো কাজ করেছি। সেটা হল পনখুরির সঙ্গে বিয়ে।' হার্দিক বলেছেন, 'ক্রুণাল ব্র্যান্ডেড জিনিসের গুরুত্ব বোঝে না। ওর কাছে সব জিনিসই সমান। ও বিশেষ কিছু কেনেও না। ও পনখুরির স্বামী, কিন্তু ওর চেয়ে আমি বেশি উপহার দিই।'

আরও পড়ুন-

IPL 2023: চড়কাণ্ডের ১৫ বছর পর আইপিএল-এ একসঙ্গে ধারাভাষ্য হরভজন-শ্রীসন্তের

WPL 2023: এলিমিনেটরে ইউপি ওয়ারিয়র্সকে সহজেই হারিয়ে ফাইনালে মুম্বই ইন্ডিয়ানস

উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনালে দিল্লি ক্যাপিটালস, খুশি অ্যালিস ক্যাপসি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM