পন্থকে টেনে বের করার ৫-৭ সেকেন্ডের মধ্যেই পুড়ে যায় গাড়ি, ভয়াবহ অভিজ্ঞতা উদ্ধারকারীদের

হরিয়ানার একটি সরকারি বাসের চালক ও কন্ডাক্টরের তৎপরতার জন্যই প্রাণে বেঁচে গিয়েছেন ঋষভ পন্থ। এই চালক ও কন্ডাক্টরকে বিশেষ সম্মান জানানো হল।

ঋষভ পন্থকে প্রথমে চিনতে পারেননি। একটি গাড়ি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছে দেখে এগিয়ে যান হরিয়ানার সরকারি বাসের চালক ও কন্ডাক্টর। তাঁরা গাড়ি থেকে আরোহীকে কোনওরকমে বের করেন। এরপর তাঁরা যখন সেই আরোহীর পরিচয় জানতে চান, তখন তিনি বলেন, 'আমি ঋষভ পন্থ'। বাসের চালক সুশীল কুমার আবার ক্রিকেট খেলা দেখেন না। তিনি খেলার খবরও রাখেন না। ফলে পন্থ নিজের পরিচয় দেওয়ার পরেও তিনি চিনতে পারেননি। তখন কন্ডাক্টর পরমজিৎ বলেন, উনি ভারতীয় দলের ক্রিকেটার। এরপর পুলিশের সাহায্য নিয়ে অ্যাম্বুল্যান্সে করে পন্থকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সুশীল ও পরমজিৎ। তাঁরা এখনও এই ভয়াবহ ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না। সুশীল জানিয়েছেন, ‘আমরাই প্রথমে ঘটনাস্থলে পৌঁছে যাই। আমরা সাহায্য়ের জন্য চিৎকার শুরু করি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দফতরে ফোন করি। কিন্তু কেউ ফোন ধরেননি। এরপর পুলিশকে ডাকি আমি আর পরমজিৎ অ্যাম্বুল্যান্সের খোঁজ শুরু করে। যাঁর দুর্ঘটনা ঘটে, তাঁকে আমরা বারবার জিজ্ঞাসা করতে থাকি, তিনি ঠিক আছেন কি না। তাঁকে আমরা জল দিই। তিনি একটু পরে বলেন, তাঁর নাম ঋষভ পন্থ। আমি ক্রিকেট দেখি না। তাই তাঁকে চিনতে পারিনি। পরমজিৎ আমাকে বলে, সুশীল, ইনি ভারতীয় ক্রিকেটার।’

পরমজিৎ জানিয়েছেন, ‘আমরা পন্থকে উদ্ধার করার পর ৫ থেকে ৭ সেকেন্ডের মধ্যেই গাড়িটি পুড়ে যায়। তাঁর পিঠে মারাত্মক চোট লাগে। আমরা যখন তাঁর পরিচয় জানতে চাই, তখন তিনি জানান তিনি ভারতীয় ক্রিকেটার।’

Latest Videos

পানিপথের বাস ডিপোর জেনারেল ম্যানেজার কে জ্যাংড়া জানিয়েছেন, ‘সুশীল কুমার ও পরমজিৎ দেখতে পান, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুকুল নরসনের কাছে রেলিংয়ে ধাক্কা মারে। তাঁরা ছুটে গিয়ে গাড়ি থেকে আরোহীকে উদ্ধার করেন। তাঁরা পানিপথে ফেরার পর আমরা প্রশংসাসূচক চিঠি ও শিল্ড দিয়ে সম্মান জানিয়েছি।’

দুর্ঘটনার পরেই গাড়ির কাচ ভেঙে কোনওরকমে গাড়ি থেকে বেরোতে সক্ষম হন পন্থ। তিনি গাড়ির পাশেই রাস্তায় পড়েছিলেন। গাড়িটি আগুনে পুড়ে যায়। এই দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন পন্থ। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই ক্রিকেটারের এমআরআই স্ক্যান করা হয়েছে। তাঁর প্লাস্টিক সার্জারিও করা হয়েছে। বিসিসিআই ও দিল্লি ক্রিকেট সংস্থার কর্তারা পন্থের চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন।

আরও পড়ুন-

Year Ender 2022 Cricket: এ বছর ক্রিকেটের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনগুলি?

মৃত্যু হয়েছে সাইমন্ডসের, পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন গাভাসকর, পতৌদি, ফ্লিনটফও

পন্থের মস্তিষ্ক, শিরদাঁড়ার এমআরআই রিপোর্ট স্বাভাবিক, মুখের চোটের জন্য প্লাস্টিক সার্জারি

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari