Suryakumar Yadav: আইপিএল-এর পরেই সিদ্ধান্ত, জার্মানিতে অস্ত্রোপচার সূর্যকুমার যাদবের

Published : Jun 26, 2025, 03:15 PM ISTUpdated : Jun 26, 2025, 03:25 PM IST
Suryakumar Yadav (Photo: Instagram/@surya_14kumar)

সংক্ষিপ্ত

Suryakumar Yadav injury: ভারতীয় দল যখন ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে খেলতে ব্যস্ত, তখন জার্মানিতে (Germany) গিয়ে অস্ত্রোপচার করালেন টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে।

Suryakumar Yadav sports hernia surgery: জার্মানির (Germany) মিউনিখে (Munich) গিয়ে স্পোর্টস হার্নিয়া (Sports Hernia) অস্ত্রোপচার করালেন ভারতের টি-২০ (T20I) দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর তলপেটের ডানদিকে অস্ত্রোপচার হয়েছে। এই অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার এখন সুস্থ হয়ে ওঠার পথে। তিনি দেশে ফিরে দু'সপ্তাহ পর বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই-এর সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI's Centre of Excellence) রিহ্যাব শুরু করবেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সূর্যকুমার জানিয়েছেন, ‘জীবনের নতুন খবর: তলপেটের ডানদিকে স্পোর্টস হার্নিয়ার জন্য অস্ত্রোপচার করালাম। ভালোভাবে অস্ত্রোপচার হয়েছে। আমি কৃতজ্ঞ যে এই খবর জানাতে পারছি। আমি সেরে ওঠার পথে। প্রত্যাবর্তন ঘটানোর জন্য আর তর সইছে না।’

টানা তৃতীয় বছর অস্ত্রোপচার সূর্যকুমারের

২০২৩ সালে গোড়ালির চোট সারানোর জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন সূর্যকুমার। এরপর গত বছর তিনি স্পোর্টস হার্নিয়ার জন্য অস্ত্রোপচার করান। এবার ফের একই ধরনের অস্ত্রোপচার করালেন এই ক্রিকেটার। স্পোর্টস হার্নিয়া সাধারণত কুঁচকি বা তলপেটে হয়। এর ফলে পেশি, টেন্ডন বা লিগামেন্টে সমস্যা হয়। সূর্যকুমারের বারবার এই সমস্যা হচ্ছে। এই কারণে তাঁকে ফের অস্ত্রোপচার করাতে হল।

 

 

আইপিএল-এর পর থেকে মাঠের বাইরে সূর্যকুমার

এবারের আইপিএল-এ (IPL 2025) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার। তিনি ৭১৭ রান করেন। আইপিএল-এর ইতিহাসে ওপেনার ছাড়া অন্য কোনও পজিশনের ব্যাটার হিসেবে সূর্যকুমারই এক মরসুমে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছেন। মুম্বই ইন্ডিয়ানসের কোনও ব্যাটার হিসেবে একই মরসুমে সবচেয়ে বেশি রানের নজিরও গড়লেন সূর্যকুমার। তিনি দুর্দান্ত ব্যাটিং করে মুম্বই ইন্ডিয়ানসকে প্লে-অফে পৌঁছতে সাহায্য করেন। তবে আইপিএল-এর পরেই স্পোর্টস হার্নিয়ার জন্য অস্ত্রোপচার করাতে হল এই ব্যাটারকে। ভারতীয় দল আপাতত টি-২০ ম্যাচ খেলছে না। এই কারণে অস্ত্রোপচার করিয়ে নিয়ে ফিট হয়ে উঠতে চাইছেন সূর্যকুমার

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড