Rishabh Pant: হেডিংলিতে জোড়া শতরান, ভারতের হারের পরেও স্বীকৃতি ঋষভ পন্থের

Published : Jun 25, 2025, 02:57 PM ISTUpdated : Jun 25, 2025, 03:29 PM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

ICC Rankings: হেডিংলিতে (Headingley) ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরেই নতুন আইসিসি র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। হেডিংলিতে ভালো পারফরম্যান্স দেখানো ক্রিকেটারদের উন্নতি হয়েছে।

ICC Test Rankings: হেডিংলিতে (Headingley) ভারত-ইংল্যান্ড সিরিজের (England vs India) প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল হেরে গেলেও, অধিনায়ক শুবমান গিল (Shubman Gill), সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) ভালো পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন। আইসিসি র‍্যাঙ্কিংয়ে (ICC Rankings) তাঁদের উন্নতি হল। কেরিয়ারের সেরা অবস্থান সপ্তম স্থানে পৌঁছে গিয়েছেন ঋষভ। ফের প্রথম ২০ জন ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন শুবমান। তিনি এখন ২০-তম স্থানে আছেন। ইংল্যান্ডের জয়ের নায়ক বেন ডাকেটও (Ben Duckett) আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি ঋষভের পরেই আছেন। ৩ ধাপ উন্নতি করে শুবমানের ঠিক আগে অলি পোপ (Ollie Pope)। ৮ ধাপ উন্নতি করে ২৭-তম স্থানে পৌঁছে গিয়েছেন জেমি স্মিথ (Jamie Smith)। তবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও, দল হেরে যাওয়ায় হতাশ শুবমান ও ঋষভ।

হেডিংলিতে জোড়া শতরান ঋষভের

ভারতের প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে দুই ইনিংসেই শতরান করার নজির গড়লেন ঋষভ। এক্ষেত্রে তিনি বিশ্বে দ্বিতীয়। প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে দুই ইনিংসেই শতরান করার রেকর্ড গড়েন জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। এবার সেই নজির স্পর্শ করলেন ঋষভ। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন ভারতের সহ-অধিনায়ক। এই কারণেই তিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করলেন। প্রথম ইনিংসে ১৪৭ রান করেন শুবমান। এর ফলে তাঁরও অবস্থানের উন্নতি হল।

হেডিংলিতে ম্যাচের সেরা ডাকেট

ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ক্যাচ ফস্কানোর সুযোগ নিয়ে ৬২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৪৯ রান করেন ডাকেট। তিনি অসাধারণ ব্যাটিং করে ইংল্যান্ডকে জিতিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও (Ben Stokes) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ২ ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৩ রানও করেন ইংল্যান্ডের অধিনায়ক। তিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় উন্নতি করে পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম