Harshit Rana: হেডিংলিতে ব্যর্থ বোলিং বিভাগ, কোপ পড়ল খেলার সুযোগ না পাওয়া পেসারের উপর!

Published : Jun 26, 2025, 12:32 AM ISTUpdated : Jun 26, 2025, 12:41 AM IST
Harshit Rana

সংক্ষিপ্ত

England vs India: হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ছাড়া ভারতের বাকি বোলাররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।

Harshit Rana released by Team India: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের (England vs India) প্রথম টেস্ট ম্যাচে হারের পরেই ভারতীয় দলে বদল করা হল। পেসার হর্ষিত রানাকে (Harshit Rana) ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল। হেডিংলিতে (Headingley) ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), শার্দুল ঠাকুর (Shardul Thakur)। কিন্তু তাঁদের কাউকে দল থেকে ছেড়ে দেওয়া হল না। হেডিংলি টেস্ট ম্যাচে খেলার সুযোগ না পাওয়া হর্ষিতকে দল থেকে ছেড়ে দেওয়া হল। মঙ্গলবার ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়েছিলেন, একাধিক বোলারের চোট থাকায় হর্ষিতকে দলে নেওয়া হয়েছিল। তবে এখন সবাই ফিট হয়ে ওঠায় হর্ষিতকে ছেড়ে দেওয়া হল। বুধবার ভারতীয় দলের ক্রিকেটাররা লিডস (Leeds) থেকে বার্মিংহ্যামে (Birmingham) যান। কিন্তু দলের সঙ্গে রওনা হননি হর্ষিত।

ভারতীয় দলের ১৯-তম সদস্য ছিলেন হর্ষিত

ইংল্যান্ড সফরের জন্য প্রাথমিকভাবে ১৮ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষমুহূর্তে ১৯-তম সদস্য হিসেবে হর্ষিতকে দলে নেওয়া হয়। ইংল্যান্ড লায়ন্সের (England Lions) বিরুদ্ধে ভারতীয় এ দলের (India A) বেসরকারি টেস্ট ম্যাচে মাত্র একটি উইকেট নেন হর্ষিত। তারপরেও ভালো পারফরম্যান্স দেখানো অংশুল কম্বোজ (Anshul Kamboj), মুকেশ কুমারের (Mukesh Kumar) বদলে হর্ষিতকে ভারতীয় দলে নেওয়া হয়। তবে হেডিংলিতে এই পেসারকে খেলার সুযোগ দেওয়া হয়নি। এবার তাঁকে ছেড়েও দেওয়া হল।

দ্বিতীয় টেস্টে বোলিং বিভাগে বদল হবে?

২ জুলাই শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দলের বোলিং বিভাগে বদলের দাবি উঠছে। তিন পেসারের পাশাপাশি একমাত্র স্পিনার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) পারফরম্যান্সও ভালো হয়নি। এই অভিজ্ঞ অলরাউন্ডার দুই ইনিংস মিলিয়ে মাত্র একটি উইকেট নিয়েছেন। ফলে বার্মিংহ্যাম টেস্টে ভারতের বোলিং বিভাগে বদল হওয়ার সম্ভাবনাই বেশি। তবে কে বাদ পড়বেন আর কে দলে আসবেন, তা এখনও বোঝা যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা