ভেঙে গেল ক্রিস গেইলের ছক্কার রেকর্ড, কোথায় থামবেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণ?

টি-২০ ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তাঁদেরই অন্যতম তারকা ব্যাটার নিকোলাস পুরাণ। তিনি অনন্য নজির গড়লেন।

Soumya Gangully | Published : Sep 1, 2024 12:07 PM IST / Updated: Sep 01 2024, 06:41 PM IST

চলতি বছর শেষ হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু এরই মধ্যে এক বছরে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড গড়ে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরাণ। তিনি প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটার ক্রিস গেইলের ৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন। ২০১৫ সালে ১৩৫টি ওভার বাউন্ডারি মেরেছিলেন গেইল। এ বছর ইতিমধ্যেই ১৩৯টি ওভার বাউন্ডারি মেরেছেন পুরাণ। শনিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ৯টি ওভার বাউন্ডারি মারেন পুরাণ। গেইলের রেকর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি আরও কয়েকটি নজির গড়েছেন পুরাণ। এই তারকা ব্যাটার এ বছর আরও অনেক ওভার বাউন্ডারি মারবেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

টি-২০ ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স পুরাণের

Latest Videos

সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারা ব্যাটারের তালিকায় ঢুকে পড়েছেন পুরাণ। এই তারকা ব্যাটার এ বছর এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দল-সহ ৮টি দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলেছেন। ৫৮ ম্যাচ খেলে ১৩৯টি ওভার বাউন্ডারি মেরেছেন পুরাণ। এ বছর ১৩টি অর্ধশতরান করেছেন এই তারকা ব্যাটার। তবে তিনি চলতি বছরে এখনও শতরান করতে পারেননি। সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার পাশাপাশি রান করার ক্ষেত্রেও বাকিদের চেয়ে অনেক এগিয়ে পুরাণ। তিনি ইতিমধ্যেই ১,৮৪৪ রান করেছেন। বছর শেষ হওয়ার মধ্যে ২,০০০ রান পূর্ণ করে ফেলতে পারেন পুরাণ

আইপিএল-এও অসাধারণ পারফরম্যান্স পুরাণের

এবারের আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন পুরাণ। অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার। তিনি ৪৯৯ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৮.২১। আইপিএল-এ ৩৬টি ওভার বাউন্ডারি মারেন পুরাণ। আগামী আইপিএল-এর নিলামের আগে এই তারকা ব্যাটারকে ধরে রাখতে পারে লখনউ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'রোহিত শর্মার মতো খেলোয়াড় থাকলে আম্পায়ারিং সহজ,' জানালেন আম্পায়ার অনিল চৌধুরী

'বিরাটের বড় দাদা?' জাতীয় দলের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলা নিয়ে মুখ খুললেন ধোনি

পাকিস্তান সফরের পর বাংলাদেশে ফিরবেন শাকিব? ভারতে খেলতে আসবেন তারকা অলরাউন্ডার?

Share this article
click me!

Latest Videos

'মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসাবে এসেছি' হঠাৎ জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হাজির Mamata Banerjee
সরাসরি সম্প্রচার নিয়ে জটিলতা কালীঘাটে! কি বললেন ডাক্তাররা, দেখুন | RG Kar Doctors Protest |
বোস্টনের রাজপথে আরজি কর কাণ্ডের প্রতিবাদ! গানের সঙ্গে চলল আন্দোলন । RG Kar Protest
'ওই পাপিষ্ঠ মুখে দেবী দুর্গার নাম উচ্চারণ করবেন না' মমতাকে বেলাগাম আক্রমণ দেবশ্রী চৌধুরীর | R G Kar
RG Kar Protest Live : কালীঘাটে ভেস্তে গেল মমতা-ডাক্তারদের সঙ্গে বৈঠক, দেখুন