ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তাঁর খেলা দেখে শুধু দর্শকরাই নন, আম্পায়াররাও মুগ্ধ হয়ে যান। সে কথাই জানালেন আম্পায়ার অনিল চৌধুরী।
রোহিত শর্মার খেলার ধরনে মুগ্ধ আন্তর্জাতিক আম্পায়ার অনিল চৌধুরী। তিনি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘রোহিতের মতো একজন খেলোয়াড় থাকলে আম্পায়ারিং অনেক সহজ হয়ে যায়। ও হয় আউট হয়ে যায়, না হলে অপরাজিত থাকে। ও সবসময় সোজসাপটা ব্যাটিং করে। ওর ব্যাটিংয়ের ধরন দেখে কখনও কোনও সংশয় তৈরি হয় না।’ অনেক আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ম্যাচে রোহিতের খেলা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন এই আম্পায়ার। সেই কারণেই তিনি রোহিতের বিশেষ কিছু গুণের কথা বুঝতে পেরেছেন। এই সাক্ষাৎকারে সে কথাই জানালেন অনিল। তিনি রোহিতের ব্যাটিংয়ের প্রশংসা করে আরও বলেছেন, বিশ্বের দ্রুততম বোলাররাও রোহিতের বিরুদ্ধে বোলিং করার সময় কী করবেন বুঝতে পারেন না।
ক্রিকেটার হিসেবে রোহিত কেমন?
রোহিতের খেলার ধরন সম্পর্কে অনিল আরও জানিয়েছেন, ‘রোহিত যখন ব্যাটিং করে, তখন ওর ক্ষুরধার মস্তিষ্কের বিষয়ে কিছু আন্দাজ করা যায় না। ও যখন ব্যাটিং করে, তখন মনে হয়, কেউ যেন প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে বোলিং করছেন। কিন্তু অন্য কেউ যখন ব্যাটিং করে, তখন গতি বেড়ে প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার হয়ে যায়। ও প্রচুর আবেদন করে। তারপর বলে, এটাই হোক। রোহিতকে দেখে মনে হয় ও বিশেষ কিছু ভাবনা-চিন্তা করে না। কিন্তু ও মোটেই তেমন নয়।’
আম্পায়ার ভুল করলে ছেড়ে কথা বলেন না রোহিত
আন্তর্জাতিক ম্যাচ বা আইপিএল চলাকালীন একাধিকবার মাঠেই আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে দেখা গিয়েছে রোহিতকে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচ চলাকালীন আম্পায়ার বীরেন্দ্র শর্মার সঙ্গে তর্ক শুরু করেন রোহিত। একটি বল তাঁর ব্যাটে লাগা সত্ত্বেও লেগ-বাই দেন আম্পায়ার। তাঁর দিকে এগিয়ে গিয়ে রোহিত বলেন, তিনি ব্যাট দিয়ে বল মেরেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টেস্ট সিরিজের জন্য তৈরি হচ্ছেন, অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলনে রোহিত, ভাইরাল ভিডিও
টি-২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে রোহিত শর্মা-জয় শাহ