ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। এই দুই ক্রিকেটারের সম্পর্ক অত্যন্ত ভালো। ভারতীয় ক্রিকেট মহলে ধোনি-বিরাটের সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির। কয়েক বছর পর ধোনির কাছ থেকে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন বিরাট। এই দুই ক্রিকেটারের সম্পর্ক বরবারই ভালো। সবসময় ধোনি সম্পর্কে শ্রদ্ধার কথা জানিয়েছেন বিরাট। ধোনিও আবার বিরাটের প্রশংসা করেছেন। ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা শোনা যায়, বিরাটের বড় ভাইয়ের মতো ধোনি। এবার এক অনুষ্ঠানে বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ধোনি। তিনি বলেছেন, ‘আমরা ২০০৮-০৯ সাল থেকে একসঙ্গে খেলছি। আমাদের মধ্যে বয়সের ব্যবধান থাকলেও, আমি বলব না যে আমি ওর বড় ভাইয়ের মতো। আমাদের সম্পর্ক সেরকম নয়। আমরা শুধু সহকর্মী বা সহ-খেলোয়াড়, যারা দীর্ঘদিন ভারতের হয়ে খেলেছে। ও বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।’
ধোনির প্রতি শ্রদ্ধাশীল বিরাট
২০১৪ সালের ডিসেম্বরে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন ধোনি। এরপর টেস্ট দলের অধিনায়ক হন বিরাট। সেই সময় ওডিআই, টি-২০ দলের অধিনায়ক ছিলেন ধোনি। তিনি ২০১৬ সালের শেষদিকে সীমিত ওভারের ফর্ম্যাটেও ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপর তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক হন বিরাট। তিনি অধিনায়ক হিসেবে খেলার সময় ধোনির কাছ থেকে পরামর্শ নিতে কখনও দ্বিধাবোধ করতেন না। বিশেষ করে ডিআরএস নিয়ে ধোনির পরামর্শ নিতেন বিরাট।
পারস্পরিক শ্রদ্ধা অটুট
ভারতীয় ক্রিকেট মহলে বিরাট ও ধোনি 'মাহিরাট' নামে পরিচিত। আইপিএল-এ কোনওদিন একই দলে খেলেননি এই দুই তারকা। কিন্তু মাঠে তাঁদের পরস্পরের প্রতি শ্রদ্ধা সবসময় দেখা গিয়েছে। আইপিএল চলাকালীন একাধিকবার গৌতম গম্ভীরের সঙ্গে বিরাটের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা গিয়েছে। কিন্তু ধোনির সঙ্গে কোনওদিন বিরাটের সমস্যা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
২০২৫ সালের আইপিএল-এ 'আনক্যাপড প্লেয়ার' হিসেবে খেলবেন মহেন্দ্র সিং ধোনি?
এখন ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে পছন্দের বোলার কে? বেছে নিলেন মহেন্দ্র সিং ধোনি
MS Dhoni: আগামী আইপিএল-এও খেলবেন ধোনি, আশাবাদী সিএসকে সিইও কাশী বিশ্বনাথন