আইপিএল থেকে অবসরের পর এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অম্বাতি রায়াডু

Published : Aug 11, 2023, 09:58 PM ISTUpdated : Aug 11, 2023, 10:10 PM IST
Ambati rayudu IPL retirement after ipl 2023 final

সংক্ষিপ্ত

বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, বিদেশের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নেই ভারতীয় ক্রিকেটারদের। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হলে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিতে হয়।

এবারের আইপিএল ফাইনাল শুরু হওয়ার ঠিক আগে অবসর ঘোষণা করেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার অম্বাতি রায়াডু। চ্যাম্পিয়ন হয়েই তিনি আইপিএল-কে বিদায় জানান। ভারতীয় ক্রিকেটের সঙ্গে আর যুক্ত না থাকলেও, এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত হচ্ছেন রায়াডু। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে সিপিএল-এ খেলবেন এই ব্যাটার। তিনিই এই ফ্র্যাঞ্চাইজির মার্কি খেলোয়াড় হচ্ছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটের প্রথম মরসুমে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হন রায়াডু। কিন্তু ব্যক্তিগত সমস্যার জন্য এই লিগ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন। তবে এবার সিপিএল-এ খেলবেন এই ব্যাটার। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সিপিএল-এ খেলবেন রায়াডু। তাঁর আগে এই লিগে খেলেন প্রবীণ তাম্বে। এবার রায়াডুও খেলবেন।

সিপিএল-এ খেলার জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর রায়াডু বলেছেন, 'সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি আসন্ন সিপিএল ২০২৩-এ দলের জন্য ইতিবাচক অবদান রাখতে চাই।'

ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মহেশ রমনী বলেছেন, ‘আমি নিশ্চিত, অম্বাতি আমাদের দলে যোগ দেওয়ায় অনেক সুবিধা হবে। ও অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। ভারতে বিভিন্ন দলের হয়ে ও খেলেছে। ওর অভিজ্ঞতা আমাদের তরুণ খেলোয়াড়দের সমৃদ্ধ করবে। আমরা দ্বিতীয়বার সিপিএল খেতাব জেতার লক্ষ্যে এগোচ্ছি। সেক্ষেত্রে আমাদের সাহায্য করবে অম্বাতি।’

আইপিএল থেকে অবসর নেওয়ার পর এখন যে কোনও দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলতে পারেন রায়াডু। আইপিএল-এ তাঁর যে অভিজ্ঞতা ও সাফল্য আছে, তাতে যে কোনও ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেটারকে দলে নিতে চাইবে। আইপিএল-এর সফলতম ২ ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন রায়াডু। এবারের আইপিএল-এর নিলামে ৬.৭৫ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেয় সিএসকে। দলকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন রায়াডু। এবার সিপিএল-এও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

এবারের আইপিএল-এ সিএসকে-র হয়ে ১৬ ম্যাচ খেলে ১৫৮ রান করেন রায়াডু। বেশিরভাগ ম্যাচেই তাঁকে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যবহার করেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিতে ডাকেন রায়াডু ও রবীন্দ্র জাদেজাকে। চ্যাম্পিয়ন হয়েই আইপিএল থেকে অবসর নিয়েছেন রায়াডু। এই মিডল অর্ডার ব্যাটারের বয়স ৩৭ বছর। তিনি আরও কয়েক বছর বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান।

আরও পড়ুন-

Rohit Sharma : লক্ষ্য ওডিআই বিশ্বকাপ, জিমে গা ঘামাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

কত সম্পত্তির মালিক ভারতীয় দলের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান? রইল হিসেব

টি-২০ বিশ্বকাপে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলি? মুখ খুললেন 'হিটম্যান'

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup Tickets Booking: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়! কীভাবে বুক করবেন?
IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি