MS Dhoni: অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত ধোনি

Published : Jan 15, 2024, 08:17 PM ISTUpdated : Jan 15, 2024, 09:01 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তাঁদের মধ্যে একাধিক ক্রিকেটার আছেন।

সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির পর এবার অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন মহেন্দ্র সিং ধোনি। ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। সোমবার রাঁচিতে ধোনির বাড়িতে গিয়ে এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সচিব ধনঞ্জয় সিং। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সচিব করমবীর সিং। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র গ্রহণ করছেন ধোনি। তিনি অযোধ্যায় যেতে পারেন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় সারা দেশের বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। তাঁদের মধ্যে ধোনি, সচিন বিরাটকেও দেখা যেতে পারে।

রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্র বিলি শেষ পর্যায়ে

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে ২২ জানুয়ারির অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে। সারা দেশের ৬,০০০-এরও বেশি বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিরাটকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার মুম্বইয়ে সচিনের বাসভবনে গিয়ে তাঁর হাতে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয়েছে। এবার ধোনিকেও আমন্ত্রণ জানানো হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ রাজনীতির জগতের অনেকেই রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন। তাঁদের সঙ্গেই অভিনয়, ক্রীড়া, বাণিজ্য জগতের বিশিষ্ট ব্যক্তিরাও থাকবেন।

সারা দেশের মানুষকে অযোধ্যায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবার কাছে আমার একটা অনুরোধ আছে। সবারই ২২ জানুয়ারি অযোধ্যায় এসে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা আছে। কিন্তু সবার পক্ষে আসা সম্ভব নয়। সেই কারণে সব রামভক্তর কাছে আমার অনুরোধ, ২২ জানুয়ারির অনুষ্ঠান হয়ে যাওয়ার পর তাঁরা যেন সুবিধামতো সময়ে অযোধ্যা আসেন। ২২ জানুয়ারি অযোধ্যায় আসার কথা ভাববেন না।’ প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ২২ জানুয়ারি শুধু আমন্ত্রিত ব্যক্তিদেরই রাম মন্দিরে যেতে দেওয়া হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ram Mandir: অযোধ্যা রাম মন্দিরে নতুন মূর্তির সঙ্গে গর্ভগৃহে থাকবে ৭০ বছর পুরনো রামলালাঃ চম্পত রাই

Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত ওম ভারতী,জানুন এই অতিথির বিশেষত্ব

Ayodhya Ram Mandir: রাম মন্দিরের প্রসাদের জন্য দিতে হবে না কোনও টাকাপয়সা, প্রসাদ পেয়ে যাবেন বাড়িতে বসেই

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: আইপিএল নিলামের আগে ফর্মে ডি কক, মুল্লানপুরে জমজমাট লড়াই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতের