আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর গত কয়েক বছর ধরে শুধু আইপিএল-এ খেলে চলেছেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তিনি এখনও আইপিএল-এর অন্যতম সেরা আকর্ষণ।
মুম্বই ইন্ডিয়ানস ও ভারতীয় দলের তারকা পেসার মহেন্দ্র সিং ধোনিকে বর্তমানে ক্রিকেট দুনিয়ায় নিজের সবচেয়ে পছন্দের বোলার হিসেবে বেছে নিলেন মহেন্দ্র সিং ধোনি। এক অনুষ্ঠানে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি বলেছেন, ‘বর্তমানে আমার সবচেয়ে পছন্দের বোলারকে বেছে নেওয়া সহজ। কারণ, এখন বুমরা খেলছে। এখন সবচেয়ে পছন্দের ব্যাটারকে বেছে নেওয়া কঠিন। কারণ, অনেক ভালো ব্যাটারই আছে। এর অর্থ এই নয় যে এখন ভালো বোলার নেই। কিন্তু এখন যে ব্যাটাররা খেলছে, যাদের ব্যাটিং দেখছি, তাদের মধ্যে কোনও একজনকে বেছে নেওয়া কঠিন। কিন্তু বুমরার বোলিং দেখে ওকেই সেরা বলে মনে হয়। অন্যদের চেয়ে ওকে এগিয়ে রাখা যায়। টিম ইন্ডিয়া যতক্ষণ ভালো পারফরম্যান্স দেখাচ্ছে, ততক্ষণ আমি কোনও ব্যাটারকে সবচেয়ে পছন্দের হিসেবে বেছে নেব না। আশা করি ওরা রান করে যাবে। তবে আমি সবচেয়ে পছন্দের বোলারকে বেছে নিলাম।’
বুমরার বোলিংয়ে মুগ্ধ ধোনি
আইপিএল-এ কোনওদিন বুমরার সঙ্গে এক দলে খেলেননি ধোনি। তবে তিনি এই পেসারের পারফরম্যান্সে মুগ্ধ। জাতীয় দলের হয়ে ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বুমরা। এবারের টি-২০ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন বুমরা। এই পেসারই টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সারা টুর্নামেন্টেই অসাধারণ পারফরম্যান্স দেখান বুমরা। তিনি টেস্ট, ওডিআই ফর্ম্যাটেও ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। এই কারণেই বুমরাকে পছন্দের বোলার হিসেবে বেছে নিলেন ধোনি।
২০২৫ সালের আইপিএল-এ খেলবেন ধোনি?
আইপিএল-এ ধোনির অবসর নিয়ে গত কয়েক বছর ধরেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। এই কিংবদন্তি সিএসকে-র অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার পর অবসরের জল্পনা বেড়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকো, রাহুল দ্রাবিড়কে অনুসরণ করো,' পরামর্শ রোহিত শর্মার কোচ দীনেশ লাডের