সংক্ষিপ্ত

সচিন তেন্ডুলকরের মতোই রমাকান্ত আচরেকরের ছাত্র দীনেশ লাড। তিনি কোচ হিসেবে বিখ্যাত হয়ে গিয়েছেন। সেরা ছাত্র রোহিত শর্মার জন্য গর্বিত দীনেশ।

একদিকে রোহিত শর্মা, অন্যদিকে হরমিত সিং। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই ক্রিকেটারই দীনেশ লাডের ছাত্র। রোহিত বারবার তাঁর কেরিয়ারে দীনেশের অবদান, প্রভাবের কথা উল্লেখ করেছেন। এবারের টি-২০ বিশ্বকাপ চলাকালীন হরমিতও বলেছেন, তিনি দীনেশের জন্যই ক্রিকেটার হয়ে উঠতে পেরেছেন। এই দুই ছাত্রর জন্য গর্বিত দীনেশ। এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রোহিত-হরমিতের কোচ বললেন, ‘আমার এটা ভেবে খুব ভালো লাগে যে আমিই হয়তো বিশ্বের একমাত্র কোচ, যার ছাত্ররা দুই দেশের হয়ে বিশ্বকাপ খেলল। রোহিত ভারতের হয়ে খেলল, হরমিত মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলল। আমার ছাত্ররা এই পর্যায়ের ক্রিকেটে খেলছে দেখে ভালো লাগে, আনন্দ হয়।’

কোচিং কেরিয়ারে সবচেয়ে বড় তৃপ্তি কী?

দীর্ঘদিন ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত। কোচিংয়ে দেশের সেরা সম্মান দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন। কোচ হিসেবে সবচেয়ে বড় তৃপ্তি কী? দীনেশ জানালেন, 'আমার ছাত্ররা যখন বড় ক্রিকেটার হয়ে ওঠে, তখন ভালো লাগে। আমি ছাত্রদের জন্যই দ্রোণাচার্য পুরস্কার পেয়েছি। রোহিত ভালো পারফরম্যান্স দেখিয়েছে, দেশের অধিনায়ক হয়েছে। শার্দুল ঠাকুর আছে, আমার ছেলে সিদ্ধেশ লাড আছে। হরমিত সিং আছে। আমার অনেক ছাত্রই সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেছে। এর চেয়ে বড় তৃপ্তি আর কী হতে পারে? ১৯৯০ সালে আমার কোচ, আমার গুরু রমাকান্ত আচরেকর দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন। ৩২ বছর পর ২০২২ সালে আমি দ্রোণাচার্য পুরস্কার পাই। এটাই আমার কাছে সবচেয়ে খুশির মুহূর্ত।'

রোহিতের সবচেয়ে বড় গুণ কী?

সবচেয়ে বিখ্যাত ছাত্র রোহিত সম্পর্কে দীনেশ বললেন, 'রোহিতের সবচেয়ে বড় গুণ হল ওর ইতিবাচক মানসিকতা। ওর মধ্যে আত্মবিশ্বাস আছে। ও যেভাবে ক্রিকেট খেলে, তাতে নিজের প্রতিভার পরিচয় দেয়। ওপেনার হিসেবেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে রোহিত।' ভবিষ্যতে রোহিত, শার্দুল, হরমিতের মতো আরও ক্রিকেটার গড়ে তোলাই দীনেশের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকো, রাহুল দ্রাবিড়কে অনুসরণ করো,' পরামর্শ রোহিত শর্মার কোচ দীনেশ লাডের

'ড্রেসিংরুমে আলোচনা শুনেছি,' অলিম্পিক্সে ক্রিকেট নিয়ে উচ্ছ্বসিত রাহুল দ্রাবিড়

YouTube video player