
Chris Woakes: চোট নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। এবার সেই চোট নিয়ে অ্যাশেজ টেস্ট সিরিজেও খেলবেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে কাঁধে চোট পাওয়া ক্রিস ওকস অস্ত্রোপচার এড়িয়ে গিয়ে মাঠে ফিরে আসার চেষ্টা করছেন। কারণ, এই মুহূর্তে অস্ত্রোপচার করালে প্রায় চার মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতো তাঁকে। তাই এতো বড় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস ওকস।
দুই মাসের রিহ্যাবিলেশনের মাধ্যমে চোট কাটিয়ে উঠতে পারবেন বলেই আশা প্রকাশ করেছেন এই ইংল্যান্ড তারকা। প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ টেস্ট সিরিজ। ওভাল টেস্টের শেষদিন, চোট পাওয়া হাত নিয়ে খেলতে নেমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন এই ক্রিস ওকস। সেই ম্যাচের চতুর্থ দিন, বাউন্ডারি আটকাতে গিয়ে চোট পান তিনি। দল সেই ম্যাচে হারলেও, ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওকস। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে একইভাবে চোট পেয়ে ঋষভ পন্থকে হারিয়ে দিয়েছিল ভারত।
তবে উল্লেখযোগ্যভাবে চোট পাওয়া ক্রিকেটারদের বদলে অন্য খেলোয়াড় নামানোর অনুমতি দেওয়া উচিত বলে চতুর্থ টেস্টের পর দাবি করেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তবে ইংল্যান্ড অধিনায়ক এটিকে 'বাজে কথা' বলে উড়িয়ে দেন তারপর।
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যবহৃত জার্সি ৫.৪১ লক্ষ টাকায় নিলামে বিক্রি হয়েছে। লর্ডসে নিয়মিতভাবে অনুষ্ঠিত ‘রেড ফর রুথ’ তহবিল সংগ্রহ অভিযানের অংশ হিসেবে এই নিলামটি অনুষ্ঠিত হয়। লর্ডস টেস্টে ব্যবহৃত জার্সি, টুপি, ছবি এবং ব্যাট সহ নানা সামগ্রী নিলামে ওঠে।
এবার সেইভাবে গিলের জার্সিও নিলামে উঠেছে। কিন্তু ক্রিকেটের ইতিহাসে আবারও হয়ত ক্রিস ওকস একটি বড় অবদান রাখবেন। কারণ, চোট নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। এবার সেই চোট নিয়ে অ্যাশেজ টেস্ট সিরিজেও খেলবেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে কাঁধে চোট পাওয়া ক্রিস ওকস অস্ত্রোপচার এড়িয়ে গিয়ে মাঠে ফিরে আসার চেষ্টা করছেন। কারণ, এই মুহূর্তে অস্ত্রোপচার করালে প্রায় চার মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতো তাঁকে। দুই মাসের রিহ্যাবিলেশনের মাধ্যমে চোট কাটিয়ে উঠতে পারবেন বলেই আশা প্রকাশ করেছেন এই ইংল্যান্ড তারকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।