অখ্যাত গ্রামের দোকানদারকে ফোন বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের! কারণ কী?

Published : Aug 10, 2025, 12:37 PM ISTUpdated : Aug 10, 2025, 12:45 PM IST
AB de Villiers and Virat Kohli. (Photo- IPL)

সংক্ষিপ্ত

Chhattisgarh News: হঠাৎই খবরের শিরোনামে ছত্তীশগড়ের গারিয়াবান্দ জেলার (Gariaband district) এক অখ্যাত গ্রাম দেবভোগ। এই গ্রামে হাজির হল পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। শুধু এক সিম কার্ড নিয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল পুলিশ।

DID YOU KNOW ?
মোবাইলের সিম কিনে বিপদ
মোবাইল ফোনের সিম কেনার কিছুদিনের মধ্যেই যে বাড়িতে পুলিশ হাজির হবে, তা ভাবতেই পারেননি ছত্তীশগড়ের মণীশ। তিনি হতবাক হয়ে যান।

Chhattisgarh Police: নতুন সিম নেওয়ার পর থেকেই বিরাট কোহলি (Virat Kohli), এবি ডিভিলিয়ার্স (AB de Villiers), রজত পতিদারের (Rajat Patidar) ফোন পাচ্ছিলেন। এই তারকা ক্রিকেটাররাই যে ফোন করছেন, তা বিশ্বাসই করতে পারছিলেন না ছত্তীশগড়ের (Chhattisgarh) গারিয়াবান্দ জেলার (Gariaband district) দেবভোগ গ্রামের মুদি দোকানের মালিক মণীশ। তিনি ঘনিষ্ঠ বন্ধু খেমরাজকে এ কথা জানান। দুই বন্ধু ক্রিকেট খেলা ভালোবাসেন। ফলে বিরাট, এবি, পতিদার নামগুলি তাঁদের কাছে বিশেষ পরিচিত। কিন্তু এরকম বিখ্যাত ক্রিকেটারদের কাছ থেকে যে ফোন পাবেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি মণীশ ও খেমরাজ। তাঁরা ভাবছিলেন, কেউ হয়তো মজা করছে। এই কারণে পাল্টা নিজেকে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বলে পরিচয় দিতে শুরু করেন মণীশ। এরপরেই তাঁর বাড়িতে হাজির হল পুলিশ। সিম ফেরত দিতে বাধ্য হলেন মণীশ।

ঠিক কী হয়েছিল?

২৮ জুন গ্রামের এক দোকান থেকে নতুন সিম কেনেন মণীশ। নিজের ফোনে সেই সিম লাগানোর পর হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন তিনি। হোয়াটসঅ্যাপের ডিপি-তে পতিদারের ছবি দেখে অবাক হয়ে যান মণীশ। কিন্তু তিনি কিছুই বুঝতে পারেননি। এরপর তারকা ক্রিকেটারদের ফোন আসা শুরু হয়। এতে মজাই পান মণীশ ও খেমরাজ। তাঁরা ভেবেই নিয়েছিলেন, কেউ মজা করছে। কিন্তু ১৫ জুলাই অপরিচিত এক নাম্বার থেকে ফোন আসার পরেই পরিস্থিতি বদলে যায়। ফোন করেছিলেন পতিদার। তিনি বলেন, এই সিম তাঁর ছিল। তিনি এই ফোন নাম্বার বদলাতে চান না। তাঁকে যেন সিম ফেরত দেওয়া হয়। তখনও আসল ব্যাপার বুঝতে পারেননি মণীশ। তিনি ফের মজা করেন। এরপরেই পুলিশের দ্বারস্থ হন পতিদার। পুলিশ গিয়ে মণীশের কাছ থেকে সিম নিয়ে এই ক্রিকেটারকে ফেরত দেয়।

কীভাবে মণীশের কাছে পতিদারের সিম?

কোনও সিম ৯০ দিনের বেশি রিচার্জ করা না হলে অন্য কাউকে দিতে পারে অপারেটর সংস্থা। পতিদারের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। কিন্তু তাঁর এই নাম্বারই সবার কাছে আছে। এই কারণেই সিম ফেরত পেতে মরিয়া হয়ে ওঠেন তিনি। শেষপর্যন্ত সিম ফেরত পেলেন। মণীশ ও খেমরাজ জানিয়েছেন, বিরাটের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে তাঁর স্বপ্নপূরণ হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
নতুন সিম কিনে বিপদে ছত্তীশগড়ের এক ব্যক্তি
স্থানীয় দোকান থেকে মোবাইল ফোনের সিম নিয়ে বিপদে পড়ে গেলেন ছত্তীশগড়ের অখ্যাত গ্রামের এক ব্যক্তি। বাড়িতে হাজির হল পুলিশ।
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?