
India tour of Australia, 2025: পারথে (Perth) প্রথম ম্যাচে ডুবিয়েছিলেন ব্যাটাররা। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ডোবালেন বোলাররা। ফলে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়াল ভারতীয় দল। রোহিত শর্মা (Rohit Sharma), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), অক্ষর প্যাটেলের (Axar Patel) লড়াই বিফলে গেল। দু'উইকেটে জিতে ম্যাচ ও সিরিজ দখল করল অস্ট্রেলিয়া। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল অসিরা। শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ এখন নিয়মরক্ষার হয়ে গেল। শুবমান গিল (Shubman Gill) ওডিআই দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম সিরিজেই হেরে গেল ভারতীয় দল। এরপর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল। সেই সিরিজে প্রত্যাবর্তনের লক্ষ্যে ভারত।
এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৯ উইকেটে ২৬৪ রান করে। ৫০ ওভারের ম্যাচে এই রান বিশাল না হলেও, লড়াই করার মতো। রোহিত করেন ৭৩ রান। শ্রেয়াস করেন ৬১ রান। অক্ষর করেন ৪৪ রান। ২৪ রান করে অপরাজিত থাকেন হর্ষিত রানা (Harshit Rana)। পাল্টা অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ রান ম্যাথিউ শর্ট (Matthew Short)। ৬১ রান করে অপরাজিত থাকেন কুপার কনোলি (Cooper Connolly)। মিচেল ওয়েন (Mitchell Owen) করেন ৩৬ রান। ট্রেভিস হেড (Travis Head) করেন ২৮ রান। ভারতের বোলারদের মধ্যে আর্শদীপ সিং (Arshdeep Singh), হর্ষিত ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) জোড়া উইকেট করে নেন। এক উইকেট করে নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অক্ষর। কিন্তু ভারতের বোলিং লাইনআপ নির্ণায়ক ভূমিকা পালন করতে পারল না। ফলে ম্যাচ ও সিরিজ খোয়াতে হল ভারতীয় দলকে।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন অ্যাডাম জাম্পা (Adam Zampa)। এই স্পিনার ১০ ওভার বোলিং করে ৬০ রান দিয়ে ৪ উইকেট নেন। তিনিই অস্ট্রেলিয়ার জয়ের পথ প্রশস্ত করে দিলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।