ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। প্রথমে টেস্ট সিরিজ, তারপর ওডিআই সিরিজ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
আগামী মাস থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া দল। এমনই জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি জানিয়েছেন, 'আমরা গত কয়েকটি বিদেশ সফরে কোনও প্রস্তুতি ম্যাচ খেলিনি। আমরা বিদেশ সফরে প্রস্তুতি ম্যাচ না খেলার নীতি নিয়েছি। আমাদের মনে হয়েছে, বিদেশ সফরে প্রস্তুতি ম্যাচের দরকার নেই। আমরা ভারত সফরে প্রথম ম্যাচের এক সপ্তাহ আগে পৌঁছে যাব। আমরা প্রস্তুতির উপর খুব বেশি জোর দিতে চাই না। যতটা প্রয়োজন তার চেয়ে বেশিদিন ধরে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন বোধ করছি না।' ২০১৭ সালে শেষবার ভারতের মাটিতে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে আর এদেশে সিরিজ খেলতে আসেননি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। দীর্ঘদিন পর তাঁরা ভারত সফরে আসছেন। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে স্থান নির্ধারণের ক্ষেত্রে এই সিরিজ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু সেই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলার বদলে শুধু নেটে ও আউটফিল্ডে অনুশীলন করবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
গত বছর পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সফরেও প্রস্তুতি ম্যাচ খেলেননি প্যাট কামিন্সরা। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ১-০ জেতে অস্ট্রেলিয়া। সেই নীতি ভারত সফরেও অপরিবর্তিত রাখার কথা জানিয়েছেন ম্যাকডোনাল্ড।
গত বছর পাকিস্তান সফরে যাওয়ার আগে মেলবোর্নে প্রস্তুতি শিবিরের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই প্রস্তুতি শিবিরে এমন পিচে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল যেখানে অসমান বাউন্স, হঠাৎ বলের গতি বেড়ে যাচ্ছিল বা কমে যাচ্ছিল, বল হঠাৎ নিচু হয়ে যাচ্ছিল বা লাফিয়ে উঠছিল। সেই পিচে অনুশীলন করেই পাকিস্তান সফরে যায় অস্ট্রেলিয়া দল।
এবার ভারত সফরে আসার আগে অস্ট্রেলিয়ার প্রধান কোচ জানিয়েছেন, তাঁরা সিরিজের প্রথম ম্যাচের অনেক আগে পৌঁছে গিয়ে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং প্রস্তুতি ম্যাচ খেলার বদলে ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে তরতাজা রাখার উপর জোর দিচ্ছেন।
ম্যাকডোনাল্ড বলেছেন, 'আমাদের মনে হয়, ভারত সফরে টেস্ট সিরিজের জন্য তৈরি হতে ৭ দিন যথেষ্ট। ৪ ম্যাচের টেস্ট সিরিজের আগে ক্রিকেটাররা যাতে তরতাজা অবস্থায় থাকে, সেটা নিশ্চিত করতে হবে আমাদের। আমরা এই নীতি নিয়ে পাকিস্তান সফরে সাফল্য পেয়েছি। আমরা পাকিস্তানেও কোনও প্রস্তুতি ম্যাচ খেলিনি। আমরা পাকিস্তান সফরে যাওয়ার আগে মেলবোর্নে এমন উইকেট তৈরি করেছিলাম, যাতে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি। প্রয়োজন ছাড়া প্রস্তুতি ম্যাচ খেলব না আমরা।'
আরও পড়ুন-
ভারতীয় দলে ফিরছে ইয়ো-ইয়ো টেস্ট, ওডিআই বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হল ২০ জনকে
সংক্রমণ ছড়াতে পারে, পন্থকে দেখতে হাসপাতালে ভিড় করবেন না, আর্জি দিল্লি ক্রিকেট সংস্থার
নতুন বছরে ঘরে-বাইরে কাদের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল? দেখে নিন সূচি