Virat Kohli: ইংল্যান্ডের পেসারদের ভয় পেয়ে টেস্ট থেকে অবসর বিরাটের, কটাক্ষ কাউন্টি ক্রিকেটের

Published : May 11, 2025, 04:53 PM ISTUpdated : May 12, 2025, 12:35 PM IST
Virat Kohli test match

সংক্ষিপ্ত

Virat Kohli: কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবার কি বিরাট কোহলিও (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে চলেছেন? শনিবার থেকে ক্রিকেট মহলে এই জল্পনা শুরু হয়েছে।

County Championship mocked Virat Kohli: টেস্ট ক্রিকেটে ৯,০০০-এর বেশি রান করেছেন। ৩০টি শতরান করেছেন। সেই বিরাট কোহলি (Virat Kohli) নাকি ইংল্যান্ডের পেসারদের ভয় পাচ্ছেন! ভারতের ইংল্যান্ড সফরের আগে বিরাটকে এমনই কটাক্ষ করল ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ (County Championship)। সোশ্যাল মিডিয়া পোস্টে ইংল্যান্ডের পেসারদের উইকেট নেওয়ার ভিডিও শেয়ার করে কাউন্টি চ্যাম্পিয়নশিপের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আমরা তোমাকে দোষ দিচ্ছি না বিরাট।’ ইংল্যান্ডের সংবাদমাধ্যম বরাবরই নিজেদের দেশের খেলোয়াড়দের এগিয়ে রাখে এবং বিপক্ষ দলের খেলোয়াড়দের উপর চাপ তৈরি করার চেষ্টা করে। এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের পক্ষ থেকে এই ধরনের পোস্ট করে বিরাটের উপর চাপ তৈরির চেষ্টা করা হল। তবে বিরাট সত্যিই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন না ইংল্যান্ড সফরে গিয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের এই ব্যঙ্গের জবাব দেওয়ার চেষ্টা করবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আগামী মাসে ভারতের ইংল্যান্ড সফর

২০ জুন ভারতীয় দলের ইংল্যান্ড সফর শুরু হচ্ছে। এই সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। এই সফরে রোহিত না থাকায় বিরাটকে ভারতীয় দলের দরকার। কিন্তু বিসিসিআই-কে বিরাট জানিয়েছেন, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। এই খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট মহলে আলোড়ন তৈরি হয়েছে। রোহিতের সঙ্গেই টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেন বিরাট। এবার এই দুই তারকা একই সময়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। ফলে ভারতীয় ক্রিকেট মহলে নতুন যুগ শুরু হতে চলেছে।

 

 

ইংল্যান্ড সফরে বিরাটের রেকর্ড কেমন?

ইংল্যান্ড সফরে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট। ১৭ ম্যাচ খেলে ৩৩ ইনিংসে ১,০৯৬ রান করেছেন এই তারকা ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৩.২১। ইংল্যান্ড সফরে জোড়া শতরান ও পাঁচটি অর্ধশতরান করেছেন বিরাট। তিনি ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ভালো পারফরম্যান্স দেখান। সেবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১০ ইনিংসে ৫৯৩ রান করেন বিরাট। তাঁর ব্যাটিংয়ের গড় ছিল ৫৯.৩০। এই সিরিজে জোড়া শতরান ও তিনটি অর্ধশতরান করেন বিরাট। এবার ইংল্যান্ড সফরে গেলেও ভালো পারফরম্যান্সই বিরাটের লক্ষ্য থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম