
IPL 2025: বিশেষ পরিকল্পনা করেই ফের একবার শুরু হতে পারে এই টুর্নামেন্ট (ipl 2025 news)। দেশের চারটি মাঠে বাকি ম্যাচগুলি করার পরিকল্পনা চলছে বলে খবর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এক সপ্তাহ অনেকটা সময়। বোর্ড পরিকল্পনা তৈরির কাজে ব্যস্ত। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুতে হতে পারে বাকি ম্যাচগুলি। অর্থাৎ, পূর্ব এবং দক্ষিণ ভারতে সবকটি খেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি ধীরে ধীরে পরিস্থিতি ভালো হয়, তাহলে পরের দিকে বাকি মাঠগুলিতেও খেলা হতে পারে।”
এক্ষেত্রে একটিমাত্রই সমস্যা রয়েছে বোর্ডের সামনে। বিদেশি ক্রিকেটারেরা এই সময় আর ভারতে থাকতে চাইছেন না। জানা গেছে, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা দেশে ফিরতে চাইছেন (ipl 2025 update)। সেইসঙ্গে, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও তাদের ক্রিকেটারদের কথা ভাবছে। ফলে, এই সময় আইপিএল হলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না, তা নিয়েও যথেষ্ট সংশয় থাকছে (ipl 2025)।
অপরদিকে আগামী আগস্ট মাসে বাংলাদেশ সফর রয়েছে ভারতের। সেপ্টেম্বর মাসে আবার এশিয়া কাপ (asia cup 2025)। এবার এশিয়া কাপের আয়োজক দেশ হল ভারত। এই প্রসঙ্গে বোর্ডের সেই আধিকারিকের কথায়, “এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের খেলতে যাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সরকারের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে। তবে এশিয়া কাপ নিয়েও সংশয় রয়েছে। কারণ, পাকিস্তানকে এই প্রতিযোগিতায় ভারত আমন্ত্রণ জানাবে কি না, তা সম্পূর্ণ কেন্দ্রের উপরেই নির্ভর করছে।”
তবে যদি কোনও কারণে এখন আইপিএল না করা যায়, তাহলে আগস্ট-সেপ্টেম্বরের দিকে তাকিয়ে রয়েছে বোর্ড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।