IND vs PAK: ভারতের কাছে হারতেই পাকিস্তানকে নিয়ে মিমের বন্যা! পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট পাক অধিনায়কের

Published : Sep 15, 2025, 11:39 AM IST
IND vs PAK

সংক্ষিপ্ত

IND vs PAK: রীতিমতো ভারতের কাছে নাকানিচোবানি খেয়ে হেরেছে পাক ক্রিকেট দল। কার্যত, অসহায় আত্মসমর্পণ। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে রীতিমতো মিমের বন্যা বয়ে যাচ্ছে।

IND vs PAK: ভারতের কাছে ফের লজার পরাজয় পাকিস্তানের (ind vs pak t20)। রবিবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে, পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সুপার ফোরে জায়গা পাকা করে নিয়েছে ভারত (ind vs pak asia cup 2025 schedule)। 

রীতিমতো ভারতের কাছে নাকানিচোবানি খেয়ে হেরেছে পাক ক্রিকেট দল। কার্যত, অসহায় আত্মসমর্পণ। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে রীতিমতো মিমের বন্যা বয়ে যাচ্ছে। 

 

 

একটি পোষ্টে দেখা যাচ্ছে, পাক সমর্থকরা গোমড়া মুখে দাঁড়িয়ে রয়েছেন গ্যালারিতে। একজন আবার গালে হাত দিয়ে হারের কষ্ট নিয়ে ভাবছেন। উপরে ক্যাপশন দেওয়া হয়েছে “মিম অফ দ্য ডে।" অন্য আরেকটি পোষ্টে দেখা যাচ্ছে, বাবর আজম দাঁড়িয়ে চোখ মারছেন। ক্যাপশনে লেখা আছে, “তারা বাবর আজমকে দল থেকে বাদ দিয়েছিল আধুনিক ক্রিকেট খেলবে বলে। এখন গোটা বিশ্ব পাকিস্তান দলের সার্কাস দেখছে।"

 

 

অপর একটি সোশ্যাল মিডিয়া পোষ্টে আবার লেখা আছে, “পাকিস্তান ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। কারণ, বুমরা এবং হার্দিক।" নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে, পাকিস্তান দলকে নিয়ে রীতিমতো খোরাক করছেন ক্রিকেটপ্রেমীরা। 

অন্যদিকে, এদিনের ম্যাচে পাকিস্তান দলের সঙ্গে কোনওরকম সৌহার্দ্য বিনিময় করেনি টিম ইন্ডিয়া। টসের পরেও অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি পাক অধিনায়কের সঙ্গে। এমনকি, ম্যাচের পরেও গোটা দল কার্যত, ‘নো হ্যান্ডশেক' পলিসি নেয়। আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে পাকিস্তান। 

 

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাকিস্তান অধিনায়ক সলমন আগা। সেটা প্রথমে বোঝা না গেলেও, পরে সবাই নিশ্চিত হয়ে যান। কারণ, ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে পাকিস্তানের কোচ মাইক হেসন জানান, “ওদের আচরণে গোটা দল রীতিমতো হতাশ। আমরা ওদের সঙ্গে হাত মেলাতে চেয়েছিলাম। কিন্তু ওরা সেটা করেনি। সেইজন্যই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সলমন। এই ম্যাচটি আমাদের জন্য খুবই হতাশার।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম