ওডিআই বিশ্বকাপ ২০২৭: বিরাট-রোহিতকে খেলার সুযোগ দেওয়া হবে? ইঙ্গিতপূর্ণ মন্তব্য গম্ভীরের

Published : Oct 14, 2025, 01:30 PM ISTUpdated : Oct 14, 2025, 01:37 PM IST
Gautam Gambhir and Shubman Gill

সংক্ষিপ্ত

2027 ICC Men's Cricket World Cup: ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় দল। কোন খেলোয়াড়দের ওডিআই বিশ্বকাপের দলে রাখা হবে, সে বিষয়েও পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

DID YOU KNOW ?
রোহিত-বিরাটের ফেরা
কয়েক মাস জাতীয় দলের বাইরে থাকার পর এবার জাতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁরা এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন।

Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) টেস্ট সিরিজ চলাকালীন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন শুবমান গিল (Shubman Gill)। মঙ্গলবার এই সিরিজ শেষ হয়ে যাওয়ার পর এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেছেন, 'ওরা ভালো খেলোয়াড়। ওদের অভিজ্ঞতা অমূল্য। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের এখনও আড়াই বছর বাকি। তাই বর্তমান সময়ে মনে দেওয়া জরুরি। কোহলি ও রোহিত দু'জনেই ব্যতিক্রমী খেলোয়াড়। ওদের প্রত্যাবর্তন দলের পক্ষে খুব ভালো বিষয়। আশা করি ওরা অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) ভালো পারফরম্যান্স দেখাবে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল, দলকে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজে শক্তিশালী পারফরম্যান্স দেখাতে হবে।'

৭ মাস পর জাতীয় দলে রোহিত-বিরাট

রোহিতের নেতৃত্বে এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জেতে ভারতীয় দল। তারপর থেকেই জাতীয় দলের বাইরে রোহিত ও বিরাট। তাঁরা ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের (2024 ICC Men's T20 World Cup) পরেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন। এ বছর ইংল্যান্ড সফরের (India Tour of England, 2025) ঠিক আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসরের কথা ঘোষণা করেন এই দুই তারকা। তাঁরা অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে জাতীয় দলে ফিরছেন। এই সিরিজে বিরাট ও রোহিতের পারফরম্যান্সের দিকে সবার নজর থাকছে।

রোহিত-বিরাটের বয়স নিয়ে প্রশ্ন

টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রোহিত ও বিরাট এখন শুধু আইপিএল-এ খেলছেন এবং জাতীয় দলের হয়ে ওডিআই সিরিজে খেলছেন। ফলে তাঁরা বছরের বেশিরভাগ সময়ই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন না। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপের সময় রোহিতের বয়স ৪০ বছর পেরিয়ে যাবে। বিরাটের বয়স হবে ৩৯ বছর। তাঁর ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন নেই। রোহিতও ফিট থাকার চেষ্টা করছেন। ফলে টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই চাইলে ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে খেলতে পারেন রোহিত ও বিরাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯
১৯ অক্টোবর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ।
রবিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। এই সিরিজে খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: চুরি ধরা পড়তেই আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ! ফকর জামানের জরিমানা