
Team India: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) টেস্ট সিরিজে ২-০ জয় পেল ভারতীয় দল। মঙ্গলবার সকালে দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনের প্রথম সেশনে সাত উইকেটে জয় পেল ভারতীয় দল। এর আগে আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ১৪০ রানে জয় পেয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে লড়াই করল ক্যারিবিয়ানরা। ফলে জয় পাওয়ার জন্য ভারতীয় দলকে পঞ্চম দিন পর্যন্ত অপেক্ষা করতে হল। এই সিরিজের পরেই ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) যাচ্ছে। তার আগে দেশের মাটিতে এই সিরিজে সহজ জয় ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ভারতের ব্যাটারদের অসাধারণ পারফরম্যান্স দেখা গেল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ১৭৫ রান করেন। অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ১২৯ রান করে অপরাজিত থাকেন। সাই সুদর্শন (Sai Sudharsan) করেন ৮৭ রান। নীতীশ রেড্ডি (Nitish Reddy) করেন ৪৩ রান। ধ্রুব জুরেল (Dhruv Jurel) করেন ৪৪ রান। কে এল রাহুল (KL Rahul) করেন ৩৮ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করে অপরাজিত থাকেন রাহুল। এই ইনিংসে যশস্বী মাত্র আট রান করেই আউট হয়ে যান। সাই সুদর্শন করেন ৩৯ রান। শুবমান করেন ১৩ রান। ৬ রান করে অপরাজিত থাকেন জুরেল। ৩ উইকেটে ১২৪ রান করে জয় পেল ভারত।
দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অসাধারণ লড়াই করেন ওপেনার জন ক্যাম্পবেল (John Campbell)। তিনি ১১৫ রান করেন। শাই হোপও (Shai Hope) অসাধারণ ব্যাটিং করেন। তিনি করেন ১০৩ রান। জাস্টিন গ্রিভস (Justin Greaves) ৫০ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক রস্টন চেজ (Roston Chase) করেন ৪০ রান। ১১ নম্বর ব্যাটার জেডেন সিলস (Jayden Seales) করেন ৩২ রান। তাঁদের এই লড়াইয়ের ফলে ইনিংসে হার এড়াতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।