'দীর্ঘ যাত্রা, উড়ানেই পরিকল্পনা সেরে নেব,' অস্ট্রেলিয়া সফরের আগে খোশমেজাজে শুবমান

Published : Oct 14, 2025, 12:05 PM ISTUpdated : Oct 14, 2025, 12:22 PM IST
India Test captain Shubman Gill (Photo: @BCCI/X)

সংক্ষিপ্ত

India vs West Indies: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ জয় পাওয়ার পর এবার অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) যাচ্ছে ভারতীয় দল। ক্যারিবিয়ানদের হারানোর পর এবার অস্ট্রেলিয়া সফর নিয়ে পরিকল্পনা করছে ভারতীয় দল।

India tour of Australia, 2025: দেশের মাটিতে টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ খেলতে নেমে দলকে ২-০ ফলে জেতালেন শুবমান গিল (Shubman Gill)। ভারতের টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর ইংল্যান্ড সফরে (India tour of England, 2025) অসাধারণ পারফরম্যান্স দেখান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও (India vs West Indies) ভালো পারফরম্যান্স দেখালেন শুবমান। মঙ্গলবার সকালে দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) দ্বিতীয় টেস্টে ভারতীয় দল সাত উইকেটে জয় পাওয়ার পর এবার অস্ট্রেলিয়া সফর নিয়ে পরিকল্পনা শুরু করে দিতে হচ্ছে। কারণ, রবিবারই ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়া সফর নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে শুবমান বলেছেন, ‘আমাদের দীর্ঘ বিমানযাত্রা করতে হবে। আমরা হয়তো উড়ানেই পরিকল্পনা সেরে নেব।’

'দলকে জেতানোই আসল'

নিজের ব্যাটিং প্রসঙ্গে শুবমান বলেছেন, ‘আমি তিন-চার বছর বয়স থেকে ব্যাটিং করছি। ফলে আমি যখনই ব্যাটিং করতে যাই, তখন একজন ব্যাটার হিসেবে সিদ্ধান্ত নিই। আমি সবসময় ভাবি কীভাবে দলকে ম্যাচ জেতাতে পারব। একজন ব্যাটার হিসেবে আমি সবসময় শুধু সে কথাই ভাবি।’

অধিনায়ক হিসেবে সাফল্য পেয়ে তৃপ্ত শুবমান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় প্রসঙ্গে শুবমান বলেছেন, ‘ভারতকে নেতৃত্ব দেওয়া সত্যিই বড় সম্মানের বিষয়। আমি এতে অভ্যস্ত হয়ে উঠছি। সব খেলোয়াড়কে সামলানো, দলকে নেতৃত্ব দেওয়া বিরাট সম্মানের বিষয়। ঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হয়। আমি পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। পরিস্থিতি অনুযায়ী কখনও কখনও সাহসী সিদ্ধান্ত নিতে হয়। কোন খেলোয়াড় সেই পরিস্থিতিতে রান করতে পারে বা উইকেট নিতে পারে, সে কথা ভাবতে হয়। যে খোলায়াড়রা আমাদের বিদেশের মাটিতে ম্যাচ জেতাতে পারবে বলে মনে হচ্ছে, তাদের আমরা সেভাবেই তৈরি করতে চাই। কারণ, বিদেশের মাটিতে ম্যাচ জেতা আমাদের কাছে চ্যালেঞ্জ।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯
১৯ অক্টোবর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ।
রবিবার ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। বুধবার অস্ট্রেলিয়ার উড়ান ধরবেন ভারতীয় ক্রিকেটাররা।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের
Ashes 2nd Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান, খেলায় ফিরতে পারবে অস্ট্রেলিয়া?