
Cricket Year 2025: ২০২৫ সাল কিন্তু বিশ্ব ক্রিকেটের জন্য দুর্দান্ত একটি বছর। আইসিসি ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকার দীর্ঘ প্রতীক্ষার অবসান এই বছরেই ঘটে (Cricket Year 2025)। 'চোকার্স' তকমা থেকে মুক্তি পায় প্রোটিয়ারা (cricketer of year 2025)।
অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে। এই জয়ের ক্ষেত্রে এইডেন মার্করামের সেঞ্চুরি বড় অবদান রাখে। নিঃসন্দেহে অধিনায়ক টেম্বা বাভুমারও স্বপ্নপূরণ এবং দলকে প্রথম আইসিসি ট্রফি এনে দেওয়া। এই বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু ভারতীয় সফরেও তাদের শক্তি প্রদর্শন করেছে টেস্ট সিরিজে। কলকাতা এবং গুয়াহাটিতে জয় ছিনিয়ে নিয়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে তারা।
অন্যদিকে, অ্যাশেজ সিরিজের প্রথম তিনটি ম্যাচে অস্ট্রেলিয়া কার্যত ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে। অপরদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপে জয় পায় ভারতীয় ক্রিকেট দল। তবে শুধু পুরুষ দলই নয়। ভারতীয় মহিলা ক্রিকেট দলও বাজিমাত করে। প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করে ভারতের প্রমীলা বাহিনী। নিঃসন্দেহে দীর্ঘ প্রতীক্ষার অবসান।
সেইসঙ্গে, একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড নিজের নামের পাশে লিখে ফেলেছেন বিরাট কোহলি। নিজের ৫৩তম একদিনের সেঞ্চুরির মাধ্যমে বিরাট এই কৃতিত্বটি অর্জন করেন। টেস্ট ক্রিকেটে প্রথম ১৫ বলের মধ্যে পাঁচ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে রীতিমতো চমকে দেন মিচেল স্টার্ক।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি এই রেকর্ড গড়েন। এশিয়া কাপের ফাইনাল সহ তিনটি ম্যাচেই ভারতের কাছে হেরে গেলেও, ২০২৫ সালে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জেতা দলের রেকর্ড এখনও অবধি রয়েছে পাকিস্তানের দখলে। মোট ৩৪টি ম্যাচের মধ্যে ২১টিতে জয় পেয়েছে তারা।
অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন অভিষেক শর্মা। ভারতীয় এই ওপেনার ২১টি ম্যাচে মোট ৮৫৯ রান করেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।