Cricketer Akash Deep: 'দেশকে জেতাতে থাক, আমার জন্য চিন্তা করিস না!' ক্যানসার আক্রান্ত বড়দি বার্তা দিলেন ভাই আকাশদীপকে

Published : Jul 07, 2025, 11:25 PM ISTUpdated : Jul 07, 2025, 11:46 PM IST
Akash Deep with her elder sister

সংক্ষিপ্ত

Cricketer Akash Deep: দিদির বার্তা নিজের ভাইকে। বাবা এবং বড় দাদার মৃত্যুর পর, পরিবারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন আকাশদীপ। 

Cricketer Akash Deep: পরিবারের সবথেকে ছোট ভাই আকাশদীপ। বাবা এবং বড় দাদার মৃত্যুর পর, পরিবারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন বাড়ির ছোট ছেলে আকাশদীপ। কিন্তু সেইসবকিছুর মাঝেও নিজের খেলা চালিয়ে গেছিলেন তিনি (akash deep bowling)। 

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছেন তিনি

আর ম্যাচ শেষে আকাশদীপ বলেন, তাঁর ক্যানসার আক্রান্ত দিদিকে এই জয় উৎসর্গ করেছেন। এবার তাঁর দিদির বার্তা নিজের ভাইয়ের প্রতি। দিদি চাইছেন, আকাশদীপ যেন এইভাবেই ভারতের হয়ে ভালো খেলতে পারেন। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আকাশদীপের দিদি অখণ্ড জ্যোতি সিংহ জানিয়েছেন, ভাইয়ের এই পারফরম্যান্সে তিনি ভীষণই গর্বিত। জ্যোতিদেবীর কথায়, “ভাই গর্বিত করেছে গোটা দেশকে। একাই ১০টি উইকেট নিয়েছে। আমি ভাইকে নিয়ে সত্যিই গর্বিত। ওকে শুধু একটা কথাই বলেছি। আমি একদম ঠিক আছি। আমার জন্য একদম চিন্তা করতে হবে না। শুধু এইভাবেই ও দেশকে জেতাতে থাকুক।” 

 

 

তিনি জানিয়েছেন, তাঁর ক্যানসার এখন তৃতীয় পর্যায়ে রয়েছে। চিকিৎসকরা বলেছেন, এখনও অন্তত ৬ মাস তাঁর চিকিৎসা চলবে। প্রসঙ্গত, ক্যানসার আক্রান্ত হওয়ার পর তিনি নিজে থেকে কাউকেই কিছু জানাননি। জ্যোতিদেবীর কথায়, “আকাশ যে এইভাবে সব বলে দেবে, আমি বুঝতেই পারিনি। আসলে আমরা এখনও সেইভাবে তৈরি নই। তাই কাউকেই কিছু বলিনি। কিন্তু ও হয়ত আর আবেগকে ধরে রাখতে পারেনি। ভাই যে আমাকে কতটা ভালোবাসে, তা ওর কথা থেকেই বোঝা যাচ্ছে। পরিবারে ওর সবচেয়ে কাছের মানুষ হলাম আমি।”

আর কী কী জানালেন আকাশদীপের দিদি?

অখণ্ড জ্যোতি সিংহ বলছেন, “খেলা শেষ হওয়ার পর, ওর সঙ্গে ২ বার ভিডিও কলে কথা হয়েছে। ও আমাকে বলেছে, একদম চিন্তা না করতে। আসলে গোটা দেশ আমার পাশে রয়েছে। আরও বলেছে যে, ও অনেক চেষ্টা করেছিল। কিন্তু আর লুকিয়ে রাখতে পারেনি। এইরকম ভাই কটা পাওয়া যায় বলুন তো? ভাই আমাদের লুকিয়ে কিচ্ছু করে না। আমার বাবা আর দাদা এখন নেই। তাই আকাশই পরিবারের কর্তা।”

সেইসঙ্গে, দিদি বলছেন, ভাই আরও উইকেট নিতে থাকুক এবং দেশকে জেতাতে থাকুক। সেই স্বপ্নই এখন দেখছেন আকাশদীপের দিদি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম