SA vs ZIM Test: ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ ছিল! কিন্তু কেন ডিক্লেয়ার করলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক?

Published : Jul 07, 2025, 09:50 PM ISTUpdated : Jul 07, 2025, 10:06 PM IST
sa vs zim test

সংক্ষিপ্ত

SA vs ZIM Test: রীতিমতো অবাক হয়ে গেছে গোটা ক্রিকেট দুনিয়া। কারণ, তাঁর কাছে সূযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডটি ভেঙে দেওয়ার।

SA vs ZIM Test: ডিক্লেয়ার করে দিলেন ইনিংস! কিন্তু কেন? রীতিমতো অবাক হয়ে গেছে গোটা ক্রিকেট দুনিয়া। কারণ, তাঁর কাছে সূযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডটি ভেঙে দেওয়ার। 

মাত্র ৩৪ রানে দূরে দাঁড়িয়ে তখন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইডান মুল্ডার। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে এই টেস্টে আচমকাই ডিক্লেয়ার দিয়ে দেন তিনি। যা দেখে কার্যত, অবাক পুরো ক্রিকেট দুনিয়া। নিজে তখন ৩৬৭ রানে অপরাজিত থাকা সত্ত্বেও, কেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের ফলকে নিজের নাম লেখাতে চাইলেন না মুল্ডার?

টসে জিতে বোলিং নেয় জিম্বাবোয়ে

ব্যাট করতে নেমেই চালাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। এদিকে দুই টেস্টের সিরিজে আগের ম্যাচটিতে জয় পায় প্রোটিয়ারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর, চোটের জন্য অধিনায়ক টেম্বা বাভুমা এমনিতেই দলে নেই। তাই সেই জায়গায় নেতৃত্ব দিচ্ছেন উইয়ান মুল্ডার। এমনকি, প্রাথমিক ধাক্কা সামলে তিনি দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান। সেইসঙ্গে, ম্যাচের দ্বিতীয় দিন ব্যক্তিগত ৩০০ রানের গণ্ডিও অতিক্রম করেন তিনি। 

 

 

২৯৭ বলে ট্রিপল সেঞ্চুরি হাঁকান তিনি

পরিসংখ্যান বলছে, যা টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ৩০০ রানের ইনিংস। এর আগে ২০০৮ সালে, ভারতীয় দলের বীরেন্দ্র শেহওয়াগ ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ রান করলেন মুল্ডার। 

গত ২০১২ সালে, ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩১১ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাসিম আমলা। অন্যদিকে, অধিনায়ক হিসেবে অভিষেকেই ট্রিপল সেঞ্চুরির অনবদ্য রেকর্ডটি করে ফেললেন মুল্ডার।

কিন্তু প্রশ্ন হল যে, ডিক্লেয়ারের সিদ্ধান্তটি কেন নিলেন মুল্ডার? 

দক্ষিণ আফ্রিকার রান তখন ৫ উইকেট হারিয়ে ৬২৬। ক্রিজে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন মুল্ডার। ঠিক সেই সময় লাঞ্চ হয়। তারপরই জানা যায় যে, দক্ষিণ আফ্রিকা ডিক্লেয়ার করে দিয়েছে ইনিংস। অর্থাৎ, ডিক্লেয়ার করার ঘোষণা করেছেন স্বয়ং ক্যাপ্টেন মুল্ডারেরই। জিম্বাবোয়ের বিরুদ্ধে অনায়াসেই কিন্তু তিনি ৪০০ রান করে ফেলতে পারতেন। এমনকি, টেস্ট ক্রিকেটে দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ রান করারও সুযোগ ছিল তাঁর সামনে। 

যা ম্যাথু হেডেন ও ব্রায়ান লারার নামের পাশে রয়েছে! সেটাও টপকালেন না তিনি। আপাতত টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় মুল্ডার আছেন পঞ্চম স্থানে। মহেলা জয়বর্ধনের পরেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম