
Rohit Sharma: দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার জন্য ভালো খবর। ফের আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে (ICC ODI Batting Rankings) শীর্ষে পৌঁছে গেলেন এই তারকা ব্যাটার। সম্প্রতি নিউজিল্যান্ডের (New Zealand) ব্যাটার ড্যারিল মিচেল (Daryl Mitchell) মূল্যবান রেটিং পয়েন্ট হারিয়েছেন। তিনি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলতে পারেননি। এই সিরিজে নিউজিল্যান্ড ৩-০ জয় পেয়েছে। কিন্তু দুই ম্যাচে খেলতে না পারায় পিছিয়ে পড়েছেন মিচেল। তাঁকে পিছনে ফেলে রেখে ফের শীর্ষে পৌঁছে গিয়েছেন রোহিত। রবিবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ। র্যাঙ্কিংয়ের শীর্ষ থেকেই এই সিরিজে খেলতে নামছেন রোহিত। রবিবার রাঁচিতে (Ranchi) সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামার আগে তাঁর আত্মবিশ্বাস বেড়ে যেতে পারে।
মঙ্গলবার ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) সূচি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে, এই টুর্নামেন্টের অ্যাম্বাসাডার রোহিত। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। তারপর এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন এই তারকা। তিনি আগামী বছরের টি-২০ বিশ্বকাপে খেলবেন না। এই কারণেই অ্যাম্বাসাডার হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)। ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কায় (Sri Lanka) ম্যাচ হবে।
২০০৭ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপ হয়। সেবার চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। তারপর থেকে ২০২৪ সাল পর্যন্ত ৯ বার টি-২০ বিশ্বকাপ হয়েছে। প্রতিবারই খেলেছেন রোহিত। তিনি ২ বার এই টুর্নামেন্ট জিতেছেন। প্রথমবার তিনি মাঠের বাইরে থেকে টি-২০ বিশ্বকাপ দেখবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।